Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নানা কর্মসূচীর মধ্য দিয়ে হবিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

স্টাফ রিপোর্টার ॥ নানা কর্মসূচীর মধ্য দিয়ে হবিগঞ্জ জেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উৎযাপিত হয়েছে। গত ২ জুলাই থেকে শুরু হয়ে গতকাল সমাপনী দিন দুপুরে হবিগঞ্জ সর্কিট হাউজ মিলনায়তনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন আহম্মদ, জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ আবু জাহির বলেন, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে ও বেকার সমস্যা দূরীকরণে মাছ চাষ গুরুত্বপূর্ন অবদান রাখতে পারে। কিন্তু বর্তমান সময়ে নগরায়নের ফলে পুকুর-জলাশয় ভরাট হওয়াতে দেশের মৎস্য সম্পদের বিরাট ক্ষতি হচ্ছে। তার উপরে যুক্ত হয়েছে ফরমালিন। যা মাছের পুষ্টিগুন নষ্ট করে। তাই এর প্রতিকারে মূল ভূমিকা রাখতে হবে মৎসজীবিদের। এগিয়ে আসতে হবে প্রশাসনকে, বাড়াতে হবে জনসচেতনতা। অবহিত করতে হবে অধুনিক মাছ চাষ পদ্ধতি সম্পর্কে।
পরে মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত স্কুল বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহনকারি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠনের প্রধান ও বিশেষ অতিথিগণ।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরোও বক্তব্য রাখেন, সাংবাদিক আলমগীর খান সাদেক, পইল হাই স্কুলের সহকারী শিক্ষক স্বপন অধিকারী, মৎস্য ব্যবসায়ী মোঃ শাহ আলম ও ফল ব্যবসায়ী মোঃ হাসান আলী প্রমুখ।