Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্টানে পুরস্কার বিতরণ ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৪ কার্যক্রম শেষে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে সকল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ, মুল্যায়ন সভা ও সমাপনী অনুষ্টানের আয়োজন করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আমিনুল হক’র সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মাহমুদুল হক। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ বরুন কুমার দত্ত, উপজেলা কৃষি অফিসার দুলাল উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজমূল হুদা, উপজেলা প্রকৌশলী মোঃ সৈয়দুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জহিরুল ইসলাম, পজীব প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ, পল্লী উন্নয়ন অফিসার মোঃ বজলুর রহমান চৌধুরী প্রমূখ। এ সময় অনুষ্টানের প্রধান অতিথি ৩ জন সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তারা হলেন তাহিরপুরের মোজাম্মেল হক চৌধুরী ও কানাইপুরের আব্দুল মালিক। পরে মৎস্য সপ্তাহ চলাকালে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আটককৃত অবৈধ বেড় ও কারেন্ট জাল উপজেলা পরিষদ প্রাঙ্গনে আগুন দিয়ে পুড়ানো হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসারসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।