Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আওড়ায় ‘ঘাস কাটা’ নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের আওরা গ্রামে হাওরে ‘ঘাস কাটা’ নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-পুরুষসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় কমপক্ষে ২৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল শনিবার সকালে আওরা গ্রামের পার্শ্ববর্তী গুঙ্গিয়াজুড়ি হাওরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা জানান, আওরা গ্রামের পার্শ্ববর্তী গুঙ্গিয়াজুড়ি হাওরে ঘাস কাটা নিয়ে তাজুল ইসলাম ও সাবাজ মিয়ার পক্ষের দুইজন লোকের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা সেখানে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় তারা বাড়িতে এসে বিষয়টি অবগত করলে উভয়পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহতদের মধ্যে ইমন মিয়া (১২), রিপন মিয়া (১৮), শাকিল মিয়া (৩০), মকছুদ মিয়া (৩৫), জীবন মিয়া (১৭), সৈয়দ আলী (৬০), জসিম মিয়া (১৩), শাকিব মিয়া (১৭), শহীদ মিয়া (৪০), রানু আক্তার (২০), আব্দুল হামিদ (৫০), কাইয়ুম (৫০), সুজন মিয়া (১৯), সাইদুল রহমান (২৬), আলামিন (৩০), কাছম আলী (৩৫), ইসমাইল (৪০), সাবাজ মিয়া (৫৮), সিতাব আলী (৪৫) ও আব্দুল আউয়াল (৫০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও টেটাবিদ্ধ অবস্থায় বেশ কয়েকজনকে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মাসুক আলী জানান, উভয় পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে পুর্ব বিরোধও ছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে সংঘর্ষের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।