Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

একুশে ফেব্রুয়ারী উপলক্ষে লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রী কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রী কলেজে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। কর্মসুচির মধ্যে প্রথমে স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। পরে এক আলোচনা সভা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোঃ জাবেদ আলী। সহকারী অধ্যাপক মোঃ কাইয়ূম আলীর পরিচালনায় সভার শুরুতে কোরান তেলাওয়াত করেন মোঃ তাফাজ্জুল হক, গীতা পাঠ করেন তাপস কিশোর রায়। বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোঃ মুজিবুল হক, সিনিয়র প্রভাষক তাপস কিশোর রায়, সৈয়দ আফজল মিয়া, মোঃ আলী আজম, সুরঞ্জন চন্দ্র দেব, মোঃ সেলিম মিয়া, প্রভাষক রাজীব কুমার আচার্য্য, শাহ মোছাঃ জাসিমা, মোঃ নজরুল ইসলাম, ফারজানা সুলতানা, আলাউদ্দিন চৌধুরী, লাইব্রেরীয়ান মোঃ কাওছার আহমেদ, তাহমিনা আক্তার রেজা, হাফিজুর রহমান, মোঃ আলমগীর চৌধুরী, ছাত্রদের পক্ষে বিশ্বজিত দেবনাথ, মোঃ মোবাশ্বির আহমেদ। উপস্থিত ছিলেন, অফিস সহায়ক মোঃ নাসির মিয়া, অঞ্জন কুমার দেব, সঞ্জিত কুমার দেব, মাধুরী রানী দেব, অলি আহমেদ, বন্ধন সরকার, সাবিত্রী দেব, মোঃ সাইফুল মিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ জাবেদ আলী মহান ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠান সফলে সার্বিক সহযোগিতা করায় কলেজের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও অফিস সহায়কদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।