Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শচীন্দ্র কলেজে একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ শচীন্দ্র কলেজে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সহকারী অধ্যাপক প্রমোদ সাহাজির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে শহীদ মিনারে তাঁর নেতৃত্ত্বে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করা হয়। এতে কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ করেন যথাক্রমে প্রভাষক আঙ্গুর খান ও প্রভাষক বিদুর কান্তি দাশ। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ও উদযাপন কমিটির আহ্বায়ক গৌতম সরকার। আলোচনায় আরও যাঁরা অংশগ্রহণ করেন তাঁরা হলেন প্রদর্শক সুদাম চন্দ্র দাস, রেখা রানী রায়, শরীর চর্চার শিক্ষক রণজিৎ কুমার দাস, প্রভাষক শাহ্ আলম(পরিসংখ্যান), প্রভাষক এস. এম. মেহরাব হোসেন, প্রভাষক বিদুর কান্তি দাশ, প্রভাষক শাহ্ আলম, প্রভাষক ফিরোজ মিয়া, প্রভাষক জাহির আলম, প্রভাষক প্রসূন আচার্য্য, প্রভাষক রঞ্জুপাল, প্রভাষক সৈয়দা তাহমুদা বেগম, সহকারী অধ্যাপক অনুপমা ভদ্র, সহকারী অধ্যাপক প্রবীন্দ্র সমাজপতি, অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রভাষক মিহির রঞ্জন সরকার।