Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে মাংসের দোকানে অতিরিক্ত দাম আদায় ॥ নেই মনিটরিং

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন হাট-বাজারে মূল্য তালিকা না থাকায় মাংস ব্যবসায়ীরা ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রায়ই ক্রেতাদের সাথে বিক্রেতাদের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে। বাজারে মনিটরিং না থাকায় এমন হচ্ছে বলে ভুক্তভোগীরা মনে করেন। জানা যায়, শহরের চৌধুরী বাজার, শায়েস্তানগর বাজার, সিনেমা হল বাজার, কোর্ট স্টেশন বাজারসহ বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক মাংসের দোকান রয়েছে। এসব দোকানের কোনটিতেই পৌর কর্তৃপক্ষের দেয়া মূল্য তালিকা নেই। যার ফলে পূর্বে গরুর মাংসের মূল্য ছিলো ৫৫০ টাকা, বর্তমানে নেয়া হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকা, মহিষের মাংস পূর্বে ছিলো ৫শ টাকা, বর্তমানে নেয়া হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা। তাও আবার বেশিরভাগ সময়ই ক্রেতাদের হাড় ও চর্বি দেয়া হয়। আবার কোন কোন ক্ষেত্রে ব্যবসায়ীরা ফ্রিজে রাখা মাংসও বিক্রি করছেন। ক্রেতারা জানান, শহরের সবচেয়ে বড় মাংসের বাজার শায়েস্তানগর। কিন্তু সেখানে গিয়ে বিক্রেতাদের কাছ থেকে মাংস নিতে চাইলে অতিরিক্ত দামের কারণে নেয়া সম্ভব হচ্ছে না। এর কারণ জানতে চাইলে তারা জানান, গরুর দাম বেশি হওয়ায় অতিরিক্ত দামে বিক্রি করেন। বুঝে পড়লে নেন, না হলে চলে যান। কয়েকজন মাংস বিক্রেতা জানান, পূর্বের দামে মাংস বিক্রি করে তাদের লোকসান হয়। তাই মাংসের দাম বাড়ানোর জন্য পৌরসভায় আবেদন করা হয়েছে। পৌরসভার সচিব জানান, আবেদন করা হয়েছে ঠিকই, তবে অনুমোদন দেয়া হয়নি। বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। এরপরও যদি অতিরিক্ত দাম আদায় করা হয় তবে আইন শৃংখলা বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। ভোক্তা অধিকারের সহকারি পরিচালক দেবানন্দ জানান, যদি মূল্য তালিকা না থাকে এবং অতিরিক্ত দাম রাখা হয় সেক্ষেত্রে ব্যবস্থা নেয়া হবে।