Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কের মূল্যবান গাছ পাচার

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কের দুই পাশে সৃজিত সরকারি গাছ উজাড় হয়ে যাচ্ছে। স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র রাতের আঁধারে কেটে পিকআপযোগে জেলার বিভিন্ন স্থানে পাচার করছে। এ চক্রটি কতিপয় প্রভাবশালীকে ম্যানেজ করে ফার্নিচার ব্যবসার আড়ালে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নির্বিঘেœ পাচার করছে সরকারী ও গ্রামীণ বনের সবুজ বৃক্ষরাজি। পাচারকালে মাঝে-মধ্যে এসব মূল্যবান বৃক্ষ আটক হলেও গাছ খেকোদের দমন করা যাচ্ছেনা। তারা ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে। স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের ম্যানেজ করতে পাচারকারীদের নিকট থেকে নিয়মিত বখরা আদায় করছে এলাকার দুই ব্যক্তি। ওই দুই ব্যক্তি দম্ভের সাথে জানায়, ‘প্রশাসন সাংবাদিক সবই আমাদের হাতে। আমাদের কেউ কিছু করতে পারবে না। সবকিছু ঠিকঠাক করেই আমরা কাজ করি।’ গত শুক্রবার দিবাগত রাতে একদল দুর্র্বৃত্ত ওই সড়কের সরকারি গাছ কেটে নেয়ার সময় স্থানীয় মেম্বারসহ জনতার হাতে আটক হয়। এসময় জনতার ধাওয়া খেয়ে দুর্র্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এসআই সেলিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে কর্তনকৃত ২টি গাছের টুকরো উদ্ধার করে থানায় নিয়ে যান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কাজিরগাঁও ও নিশাপাট গ্রামের সংঘবদ্ধ চক্রের মাধ্যমে কতিপয় ব্যক্তি ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে ওই সব রাস্তা এবং বনের গাছ রাতের আঁধারে কেটে বিভিন্ন স্থানে পাচার করছে। এ চক্রটি গাছ পাচার ছাড়াও রেলওয়ে টিকিট কালোবাজারি, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত রয়েছে। গাছ কেটে নেয়ার ৩দিন পরও চিহ্নিত দুর্র্বৃত্তরা গ্রেফতার হয়নি। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি নিজাম উদ্দিন জানান, গাছ চোরদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।