Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি ॥ চাল-ডাল-তেল-চিনি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচী পালন করে। গতকাল বিকাল ৫টায় স্থানীয় খোয়াই ব্রীজ ও আনোয়ারপুর বাইপাস পয়েন্টে জেলা কমিটির সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, সিপিবি নেতা চৌধুরী মহিবুন্নুর ইমরান। কর্মসূচীর প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন-যুব ইউনিয়ন প্রেসিডিয়াম সদস্য সাবেক ছাত্রনেতা এডভোকেট পিনাক দেবনাথ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার। উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন জেলা উদীচীর সহÑসাধারণ সম্পাদক জয়দীপ সাহা, নাট্য সম্পাদক ফোরকান মজুমদার, সিপিবি নেতা মোঃ আহাদ আলী, বিষ্ণু সরকার, ঝন্টু সরকার, মোঃ মঞ্জিল মিয়া, অনিবাশ সরকার, শৈলেন দাশ, মোঃ সাহেদ মিয়া, প্রভাষক মৃদুল কান্তি রায়. রনজন রায় প্রমুখ নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ বলেন- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার চরমভাবে ব্যর্থ। মধ্যবিত্ত, নি¤œ মধ্যবিত্তসহ শ্রমজীবী মানুষ ভীষন কষ্টে দিনাতিপাত করছে। বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে সরকার তা না হলে সরকার নিরব কেন? অনতিবিলম্বে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে সাধারণ মানুষকে স্বস্থিতে রাখার আহবান জানান। তা না হলে সাধারণ মানুষ ঐকবদ্ধ হয়ে রাজপথে নেমে লড়াই সংগ্রামের মাধ্যমে দাবী আদায়ে সরকারকে বাধ্য করা হবে। ইতিমধ্যেই গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির পায়তারা চলছে। মূল্যবৃদ্ধির প্রস্তাব বাতিল করা না হলে তীব্র গণআন্দোলনের মধ্যে সরকারকে পড়তে হবে বলে জানান।