Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথদেবের ৯ দিন ব্যাপী উৎসব

বরুন সিকদার ॥ উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথদেবের ৯ দিন ব্যাপী রথযাত্রা উৎসব। গতকাল বিকালে জগন্নাথ দেবের বিগ্রহকে ইসকন গুন্ডিচা মন্দির থেকে ভক্তরা রথের রসি টেনে পুনরায় বগলা বাজারস্থ নরসিংহ জিউ মন্দির প্রাঙ্গন নিয়ে আসেন। এ সময়ে ভক্তরা নেচে, গেয়ে, ঢাক-ঢোল, শংখ ধ্বনি বাজিয়ে গোটা শহর আনন্দে মুখরিত করে তোলেন। অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে তৎপর ছিল পুলিশ প্রশাসন।
উল্টো-রথ উপলক্ষে মন্দির প্রাঙ্গনে সকালে শ্রীমদ্ভাগত পাঠ করেন শ্রী হৃদয়ানন্দ নিমাই দাস বহ্মচারী। পরে মহাপ্রসাদ বিতরণ করা হয়। রাতে মন্দির প্রাঙ্গনে ভজন কীর্ত্তন, নৃত্য ও ম্যগাজিন অনুষ্ঠানের আয়োজন করে ইয়ূথ ফোরাম।