Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সিএনজি শ্রমিকদের বিরোধ নিষ্পত্তি

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সিএনজি শ্রমিকদের মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি হয়েছে। টানা এক সপ্তাহ পরে আবারো আউশকান্দি-নবীগঞ্জ রোডে সিএনজি অটোরিক্সা চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ উপেজলা অডিটরিয়ামে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবুর সভাপতিত্বে এক সমাঝোতা বৈঠক অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো: আলমগীর চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হক, হবিগঞ্জ সহকারী পুলিশ সুপার (উত্তর সার্কেল) মোঃ নাজমূল হোসেন সহ আওয়ামীলীগ, জাতীয় পাটি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় নবীগঞ্জ উপজেলার ২২টি সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের সভাপতি ও সাধারন সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সভায় পূর্বের ন্যায় যানবাহন চলাচলে কারো কোন প্রকার আপত্তি বা বাধা থাকবেনা বলে শ্রমিক নেতারা একাত্মতা পোষন করেন। পরবর্তীতে ঈদ উল ফিতরের দু’দিন পরে উক্ত ঘটনার যাবতীয় বিষয়াদি চিরতরে মিমাংসার সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে তচ্ছ ঘটনা নিয়ে আউশকান্দি সিএনজি স্যান্ডের শ্রমিক ও কুর্শি স্ট্যান্ডের শ্রমিকদের মধ্যে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এতে আউশকান্দি ও কুর্শী স্ট্যান্ডের উভয় পক্ষের অন্ততঃ ১৭জন আহত হয়েছেন। এক পর্যায়ে সিএনজি শ্রমিকদের বিরোধ উপজেলার সর্বত্র সিএনজি শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে।