Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবীগঞ্জ আঞ্চলিক কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বাস-মিনিবাস কচো মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আওতাধীন নবীগঞ্জ আঞ্চলিক ত্রি বার্ষিক কমিটির নিবার্চন গতকাল পৌর বাস টামিনালে সংগঠনের অস্থায়ী কার্য্যলয়ে অনুষ্ঠিত হয়েছে। ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোঃ ছামাদুল হক চৌধুরী, সহ-সভাপতি খেলু মিয়া ও সিরাজ মিয়া, সম্পাদক পদে সোফায়েল আহমেদ, যুগ্ম সম্পাদক পদে সফিক মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে ছিলেন। সাংগঠনিক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় রবিবার সংগঠনের অস্থায়ী তাদের মাঝে ভোট হয়। মোট ভোটের সংখ্যা ৩৫৫ তার মধ্যে ২৪৩ জন ভোটার তাদের ভোটঅধিকার প্রয়োগ করেন। এতে মতিলাল রায় রিক্সা প্রতিক নিয়ে ৯৪ ভোট ও মোঃ নুরুল হক মোটর সাইকেল প্রতিক নিয়ে ১৪৯ ভোট পেয়ে বিজয়ী হন। অপর পদে প্রচার সম্পাদক পদে মোঃ আব্দুল কাইয়ুম, কোষাধ্যক্ষ পদে মোঃ রুহুল আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ সাহেদ মিয়া, শ্রম কল্যাণ সম্পাদক পদে মোঃ নুরুল ইসলাম সদস্য পদে কাজল মিয়া, মোঃ আনোয়ার মিয়া, মোঃ খালেদ মিয়া, ও মোঃ রতন মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন হবিগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রো বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী, নিবাচন পরিদর্শন করেন সহ-সভাপতি হাবিবুর রহমান জিতু, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান, কোষাধ্যক্ষ সেলিম মিয়া, প্রচার সম্পাদক আলী হোসেন, সদস্য মোজাম্মেল হক, রতন বর্মন, মাইক্রো বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিদুর রহমান, ও সাধারণ সম্পাদক লালন আহমেদ, সহকারী কমিশনার বাবুল চন্দ্র দাস ও ইসমত আলী (মেম্বার)। নির্বাচন চলাকালীন সময় রাজনৈতিক জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন নির্বাচন পর্যবেক্ষণ করেন। হবিগঞ্জ জেলার বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী জানান, শান্তিপূর্ণ ভাবে এ নির্বাচন সম্পন্ন হয়েছে।