Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে র‌্যাবের অভিযানে বিপুল চোরাই গাছসহ এক বনদস্যু গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে র‌্যাব অভিযাান চালিয়ে ১০ লাখ টাকা মুল্যের চোরাই গাছসহ মোঃ আব্দুর রউফ (৩২) নামে এক বনদস্যুকে গ্রেফতার। সে চুনারুঘাট উপজেলার বাসুল্লাহ গ্রামের আব্দুল গফুরের পুত্র।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান ও এএসপি আবদুল্লাহ আল নোমান এর নেতৃত্বে একদল র‌্যাব সদস্য গতকাল বেলা ২ টার দিকে চুনারুঘাটের রেমা কালেঙ্গা বনে অভিযান চালায়। এ সময় বনের ভেতরে গাছ কাটা অবস্থায় বনদস্যু আব্দুর রউফকে গ্রেফতার করে র‌্যাব। এ সময়১০ লাখ টাকা মূল্যের চোরাই গাছ, ১টি গাছ কাটার করাত, ১টি রামদা, ১টি দা ও ২টি বল্লম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রউফ রেমা কালেঙ্গা রেঞ্জে গাছ কাটার কথা স্বীকার করেছে। সে জানায়, আব্দুল খালেক ও নূর বাহিনীর ছত্রছায়ায় সে বনের গাছ কেটে আসছে।