Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে আমুরোড বাজারে অধিক মূল্যে সার বিক্রেতাদের ভ্রাম্যমাণ আদালতের অর্থ দন্ড

আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে ॥ অধিক মূল্যে সার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য দোকানে রাখায় চুনারুঘাট উপজেলার আমুরোড বাজারের ৩ প্রতিষ্ঠানকে অর্থ দন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান ৩টি হলো মনির পাঠানের নাছির এন্টারপ্রাইজ, মফিজ মিয়ার মোহনা ট্রেডার্স ও সেলিম মিয়ার ইমরান ট্রেডার্স। গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা শানু মিয়া ও একদল আনসার বাহিনী। আদালত পরিচালনা কালে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় অধিক মূল্যে সার বিক্রি করায় মোহনা ট্রেডার্সকে ১৫ হাজার, ইমরান ট্রেডার্সকে ১০ হাজার ও অধিক মূল্যে বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য দোকানে রাখায় নাছির এন্টারপ্রাইজকে ২০হাজার টাকা অর্থ দন্ড দেওয়া হয়।