Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

উমেদনগর শিল্প এলাকাসহ বিভিন্ন এলাকায় চুরি বন্ধে প্রশাসনের সাথে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার ॥ শহরের উমেদনগর শিল্প এলাকাসহ বিভিন্ন এলাকায় চুরি বন্ধে প্রশাসনের সাথে মতবিনিময় সভা করেছেন ব্যবসায়ীরা। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে দেওয়ান মাহবুব রাজার মাজার সংলগ্ন এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বক্তারা বলেন, শহরে একের পর চুরির ঘটনা ঘটছে। কিন্তু অদ্যাবদি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চুরির রহস্য উদঘাটন কিংবা চোরাই মালামাল উদ্ধার করা হচ্ছে না। ঘন ঘন চুরি বৃদ্ধির কারনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরা পথেও বসে গেছেন। ফলে ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। তারা চোরদের বিরুদ্ধে অনতি বিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, যদি অনতি বিলম্বে চোরদের বিরুদ্ধে ব্যবস্থা না হয় তবে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মাফরোজ আক্তার শিমুল ব্যবসায়ী ও নেতৃবৃন্দকে আশ^স্থ করে বলেন, আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি চোরদের ধরার। তবে ব্যবসায়ীদেরকে প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠান সিসি ক্যামেরার আওতায় আনার পরামর্শ দেন। পাশাপাশি পাহারাদারদের একটিভিটিজ বাড়ানোর তাগিদ দেন। উমেদনগর এলাকার বিশিষ্ট মুরুব্বী সোনা মিয়া সর্দারের সভাপতিত্বে এতে মঈন উদ্দিন খান ও মফিজ উদ্দিন বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাফরোজা আক্তার শিমুল, সদর থানার ওসি মোঃ মাসুক আলী, ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ, চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ। ব্যবসায়ী ও মুরুব্বীদের মাঝে বক্তব্য রাখেন, মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সামছু মিয়া, সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, ব্যাকস সভাপতি মোঃ শামছুল হুদা, আলহাজ¦ আব্দুর রহমান, বাবু শংকর পাল, সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, আদম আলী, হাজি ইউনুছ মিয়া, হাজি বজলুল হক, হাফিজুর রহমান হাফিজ, আব্দুর রশিদ খান, রহমত উল্লা, ফজলুর রহমান খান, হাজি সফর আলী, আব্দুল হান্নান, ফরিদ মিয়া, সঞ্জয় রায়, জহিরুল হক জহির, সাইদুর রহমান সেলিম, আলাই চৌধুরী, রাজু মিয়া, মিজানুর রহমান কাকন ও শুভ খান প্রমুখ।