Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে শিবপুর-গুমুটিয়া রাস্তার পাশে সরকারী খাল ভরাটের মহোৎসব

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর পৌরসভার শিবপুর-গুমুটিয়া রাস্তায় সরকারী খাল ভরাটের হিড়িক শুরু হয়েছে। সরেজমিনে দেখা যায়, মাধবপুর মহাসড়ক থেকে শিবপুর বোয়ালিয়া ব্রীজ পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা নির্মাণ শেষ হয়েছে এক বছর পূর্বে। রাস্তা নির্মান শেষ না হতেই শুরু হয়েছে সরকারী খাল ভরাট করে বাড়ি নির্মাণের প্রস্তুতি। মহাসড়ক থেকে আধ কিলোমিটারের মাঝে সরকারী খাল ভরাট করেছেন ৫ ব্যক্তি। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন (২০১০ সালে সংশোধিত) অনুযায়ী, যেকোনো ধরনের জলাধার বা পুকুর ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ এবং ভরাটকারীর বিরুদ্ধে আইনের ৭ ধারায় প্রাকৃতিক বৈশিষ্ট্য ও জীববৈচিত্র্য নষ্ট করে পরিবেশগত ক্ষতি ও বিধ্বংসী কর্মকা-ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুযায়ী, কোনো পুকুর-জলাশয়, নদী-খাল ইত্যাদি ভরাট করা বেআইনি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন জানান, এ বিষয়টি অবহিত হয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।