Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে এমপি আবু জাহির অঙ্গীকার বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির বলেছেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁেছ দেয়া বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। এ অঙ্গীকার বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ সদর উপজেলার অন্যতম নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে বিদ্যুৎবিহীন সকল গ্রামে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। আপনারা ভোট দিয়ে আওয়ামীলীগকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। কারণ আওয়ামীলীগ সব সময় দেশ ও জনগণের মঙ্গলের কথা চিন্তা করেছে।
গতকাল বিকাল ৫ ঘটিকায় সদর উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামে বিদ্যুৎ সঞ্চালন লাইন উদ্বোধনকালে উপরোক্ত কথা বলেন। ১১ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি উক্ত সঞ্চালন লাইন বাস্তবায়ন করে। ১৫১টি মিটার বর্তমানে স্থাপন করা হয়েছে। এরমধ্যে আবাসিক ১৫১ টি ও সিআই ২ টি।
পরবর্তীতে সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির নুরপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ইফতার মাহফিলে যোগদেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের জেলারেল ম্যানেজার রেজাউল হক, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ গাজীউর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ তালুকদার ইকবাল, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, বিটিভি জেলা প্রতিনিধি মো. আলমগীর খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হুসাইন মো. আজিজুর (জজ মিয়া), সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মুকিত, হাজী আশরাফ উদ্দিন জিতু, মোঃ সলিমুল্লাহ, নুরুল ইসলাম সরদার, সাবাজ মেম্বার, জাকির হোসেন, আব্দুল কুদ্দস তালুকদার সেবন, জলফু মিয়া, মোঃ মাহবুব হোসেন চৌধুরী দিলু, অলী হোসেন লিচু, গাজীউর রহমান ইমরান, ফখরুল হামিদ, টিপু সুলতান, তাজুল ইসলাম আরজু, মাসুক ভান্ডারী, মোখলেছ মিয়া, সাজিদ, অপু। আজদু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোখলেছুর রহমান।