Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লস্করপুরে ট্রেনে কাটা পড়ে চুনারুঘাটের যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর হাজীবাড়ির সামনে সুরমা ট্রেনের নিচে কাটা পড়ে আলী আকবর (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে চুনারুঘাট উপজেলার কালিসিড়ি গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র। গতকাল রোববার সকাল সাড়ে ১০ টার দিকে লস্করপুর হাজী বাড়ির নিকট ঢাকা থেকে সিলেটগামী সুরমা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। তার মৃত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় মেম্বার হেলাল মিয়া রেল পুলিশকে সংবাদ দেন। এ খবর পেয়ে শায়েস্তাগঞ্জ জংশনের রেলওয়ে পুলিশের ইনচার্জ এস আই ওসমান গনি মল্লিকের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। পুলিশকে আলী আকবরের স্বজনরা জানায়, সে কথা বলতে পারত না। মাজারে এসেছিল। পরে আর বাড়ি ফিরেনি। এখন লাশ হয়ে বাড়ি ফিরল। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ বাদি হয়ে শ্রীমঙ্গল জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেন আসার পূর্বে ওই যুবক দুই কানে এয়ারফোন লাগিয়ে মোবাইল নিয়ে রেলপথ দিয়ে হেটে যাচ্ছিল। কিছুক্ষণ পর সে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। পুলিশ তার কাছ থেকে একটি মোবাইল, একটি মানি ব্যাগ উদ্ধার করেছে। পুলিশের ধারণা সে কানে এয়ার ফোন লাগিয়ে গান শুনছিল। এ সময় ট্রেন তাকে ধাক্কা দিয়ে রেলপথের পাশে ফেলে চলে যায়। এতে তার মৃত্যু হয়।