Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও শোষন মুক্তির আন্দোলনে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান-ডাঃ ফজলুর রহমান

প্রেস বিজ্ঞপ্তি ॥ দুঃশাসন, লুটপাটতন্ত্র, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, সা¤্রাজ্যবাদ রুখে দাড়াও। সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনে ঐক্যবদ্ধ হোন, এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ জেলা সিপিবি’র ১০ম সম্মেলন গতকাল ৩১ জানুয়ারি সোমবার দুপুর ১২টায় স্থানীয় টাউন হলে উদ্বোধন হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন কমরেড অধ্যাপক ফজলুর রহমান ও সংগঠনের পতাকা উত্তোলন করেন কমরেড হাবিবুর রহমান। উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ডাঃ ফজলুর রহমান বলেন- গণতন্ত্র, ভোটাধিকার ও শোষণমুক্তির সংগ্রামে শ্রমজীবী, গরীব মানুষকে সাথে নিয়ে জোরদার লড়াই করতে হবে। স্বাধীনতার ৫০ বছরে দেশে বৈষম্য অনেক গুণে বেড়েছে। দেশের সম্পদ বিদেশে পাচার হচ্ছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয় না, কোন ব্যবস্থাও নেয়া হয় না, এজন্য দেশ স্বাধীন করা হয়নি। তাই সকল শ্রেণি পেশার জনগণকে ঐক্যবদ্ধ করে দেশের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামী ঐক্যবদ্ধ হতে হবে। অধিবেশনে আরো বক্তব্য রাখেন- সিপিবি কেন্দ্রীয় সম্পাদক জলি তালুকদার, এডভোকেট মুখলেছুর রহমান, চৌধুরী মহিবুন্নুর ইমরান, কমরেড আঃ রশিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন- হবিগঞ্জ কিবরিয়া পরিষদের সাধারণ সম্পাদক, স্বৈরাচার বিরোধী আন্দোলনের তুখোড় ছাত্রনেতা অনুপ কুমার দেব মনা, জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, বাসদ (মার্কসবাদী) সংগঠক শফিকুল ইসলাম ও জেলা উদীচীর সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার। বিকেল ৩টায় কাউন্সিল অধিবেশনে শোক প্রস্তাব, সাধারণ সম্পাদকের রিপোর্ট, অর্থ রিপোর্ট উত্থাপিত হয়। কাউন্সিলরগণ রিপোর্টের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন এবং সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। পরিশেষে কমরেড হাবিবুর রহমানকে সভাপতি, কমরেড পীযুষ চক্রবর্তীকে সাধারণ সম্পাদক ও আজমান আহমেদ সহ-সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- কমরেড আব্দুর রশিদ, এডভোকেট মুখলেছুর রহমান, চৌধুরী মহিবুন্নুর ইমরান, আছমা খানম হ্যাপী, আজিজুর রহমান কাউছার, মোঃ আহাদ আলী, আরিফুর রহমান জিতু।