Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ক্লাব পরিদর্শনে চেয়ারম্যান মিজানুর রহমান খান ॥ বাল্য বিবাহ প্রতিরোধসহ সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে কিশোর কিশোরী ক্লাব

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন করেছেন অত্র ইউনিয়নের নবাগত চেয়ারম্যান মিজানুর রহমান খান। শুক্রবার বিকাল ৩টায় তিনি ক্লাব পরিদর্শনে আসেন। এ সময় উপস্থিত ছিলেন কাবের দায়িত্বপ্রাপ্ত জেন্ডার প্রমোটার হেপি আক্তার, আবৃত্তি শিক্ষক মখলিছ মিয়া, সংগীত শিক্ষক ইয়াছমিন আক্তার, সমাপ্তি রায়। পরিদর্শন শেষে কিশোর কিশোরী ক্লাবের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে চেয়ারম্যান মিজানুর রহমান খান বলেন, কিশোরী কিশোরী ক্লাব সরকার একটি মহৎ উদ্দেশ্যে নিয়ে চালু করেছে। এ ক্লাবের মাধ্যমে এলাকার বাল্য বিবাহ প্রতিরোধসহ সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন কিশোর কিশোরী ক্লাবের ছাত্ররা। এছাড়া সুস্থ সংগীত চর্চার মাধ্যমে কিশোর কিশোরী ক্লাবের ছাত্ররা একটি উন্নত মনন নিয়ে গড়ে উঠবে। পড়া লেখার পাশাপাশি নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হলে এখন থেকেই সেই প্রস্তুতি নিতে হবে, শুধুমাত্র পড়া লেখার মধ্যেই নিজেকে ব্যস্ত রাখা যাবে না, পাশাপাশি সহপাঠক্রম বিষয়গুলোর প্রতিও যতœশীল হতে হবে। কিশোর কিশোরী ক্লাবের সার্বিক কার্যক্রমে যতধরনের সহযোগিতা প্রয়োজন হবে, তা করা হবে বলেও তিনি অভিপ্রায় ব্যক্ত করেন। ইতিমধ্যে সারা বাংলাদেশে কিশোর কিশোরী ক্লাব কাজের মাধ্যমে অনন্য নজির স্থাপন করেছে যা খুবই প্রশংসার দাবী রাখে।