Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ভূয়া চিকিৎসক আব্দুল ওয়াদুদ ও তাঁর ছেলে আবিদুরসহ ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের উবাহাটায় মারামারির মামলায় ২৩ বছর পর ভূয়া চিকিৎসক আব্দুল ওয়াদুদ তার ছেলেসহ ৪জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল দুপুরে এ রায় দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন-অর-রশীদ। আসামীরা সাজাপ্রাপ্তরা হলেন-উবাহাটায় ভূয়া চিকিৎসক আব্দুল ওয়াদুদ, তার ছেলে আবিদুর রহমান, ভাই ফটিক মিয়া ও ভাতিজা শাহজাহান মিয়া। এ দিকে সন্ধ্যায় আদালত থেকে আসামীদের নিয়ে যাওয়ার পথে সাংবাদিকরা ছবি তুলতে গেলে আসামীদের স্বজনরা সাংবাদিকদের উপর হামলায় চালায়। এ সময় তারা এক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। মামলার বিবরণে জানাযায়, ১৯৯৮ সালে চুনারুঘাটের উবাহাটা গ্রামের বাসিন্দা বর্তমানে শায়েস্তাগঞ্জের পুরান বাজারে বসবাসকারী মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ভূয়া চিকিৎসক আব্দুল ওয়াদুদ গংদের সাথে একই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আব্দুল ওয়াদুদ মিয়া গংদের বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষ হয়। এ ঘটনায় আব্দুল ওয়াদুদ মিয়া বাদী হয়ে আব্দুল ওয়াদুদ হয়ে ১৬ জনকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলারটি তদন্তের জন্য চুনারুঘাট থানা পুলিশকে দায়িত্ব দেন। পরবতীতে চুনারুঘাট থানার তৎকালীন এসআই আব্দুল হালিম তদন্ত করে ১৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালতে এই মামলায় তদন্তকারী কর্মকর্তাসহ ৮জনের স্বাক্ষর গ্রহন করে। গতকাল আদালত মামলার আসামী আব্দুল ওয়াদুদ, তার ছেলে আবিদুর রহমান, ভাই ফটিক মিয়া ও ভাতিজা শাহজাহান মিয়া উপস্থিতিতে তাদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেন। এর মধ্যে আব্দুল ওয়াদুদকে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা। অনাদায়ে ১ মাসের জেল। শাহজাহান মিয়াকে ২ বছর ও ২ হাজার টাকা জরিমানা। একই সাথে ফটিক মিয়া ও আবিদুর রহমানকে দেড় বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয় এবং ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। অন্যান্য আসামীদের মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট মোহাম্মদ নুরুজ্জামান। এ দিকে এই কারাদন্ডের ঘোষণার পর সন্ধ্যায় আদালত থেকে আসামীদের নিয়ে যাওয়ার পথে সাংবাদিকরা ছবি তুলতে গেলে আব্দুল ওয়াদুদের ছেলে তাইদুর রহমান, ভাতিজা সাইদুর রহমান, রাজন মিয়াসহ তার স্বজনরা সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয়। এক পর্যায়ে তারা সাংবাদিকদের উপর হামলা চালায়। পরে এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলেও হামলাকারীরা তাৎক্ষণিক পালিয়ে যায়।