Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে আরও ১৪ জন করোনায় আক্রান্ত

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ করোনার তৃতীয় ঢেউ’য়ে নবীগঞ্জ পৌরসভার দু’ কর্মকর্তাসহ উপজেলায় মঙ্গলবার আরও ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত ২৫ দিনে ৪৮ জন করোনায় আক্রান্ত রয়েছে। এদের মধ্যে ৪৫ জনের আইসোলেশন শেষ হলেও বাকীরা আইসোলেশনে রয়েছেন। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। ১ লা জানুয়ারী থেকে ২৫ জানুয়ারী পর্যন্ত গত ২৫ দিনে ৮৪ জনের নমুনা পরীক্ষা করলে ৪৮ জনের করোনা পজিটিভ রিপোট আসে। এর মধ্যে ২ জন জনপ্রতিনিধি, ১ জন এসিল্যান্ড, ১ জন প্রাইমারী স্কুলের শিক্ষক, ৩ জন পুলিশের এসআই, ১ জন সাংবাদিক, ১ জন স্বাস্থ্য বিভাগের নার্স রয়েছেন। মঙ্গলবার পৌরসভার কর্মকর্তা ইকবাল আহমদ ও জুয়েল চৌধুরীসহ ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও উপজেলার সকল হাট বাজারে মানা হচ্ছেনা স্বাস্থ্য বিধি। মাস্ক বিহীন চলাচল করছে জনসাধারন। উপজেলা স্বাস্থ্য বিভাগের আরএমও ডাঃ চম্পক কিশোর দাস সুমন জানান, এখন খুব বেশি আক্রান্ত হচ্ছেন। তিনি মাস্ক ব্যবহারসহ জনসাধারণকে স্বাস্থ্য বিধি অনুসরন করে চলাফেরার পরামর্শ দেন। তিনি বলেন, আক্রান্তদের সবাই আইসোলেশনে আছেন। তাদের অনেকেই বেশ ভাল আছেন।