Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ উপজেলা যুবদলের নবগঠিত কমিটি থেকে আরো ৬ জনের পদত্যাগ

নবীগঞ্জ ব্যুরো চীফ ॥ নবীগঞ্জ উপজেলা যুবদলের ৪৬ সদস্য বিশিষ্ট নব গঠিত কমিটি থেকে নতুন আহ্বায়ক কমিটিতে ত্যাগী সিনিয়র নেতাদের অবমুল্যায়ন, মাঠের কর্মীদের বঞ্চিত করে প্রবাসীদের কমিটিতে স্থান দেয়া, মরহুম জেলা যুবদল সভাপতি মিয়া মোঃ ইলিয়াছের স্বাক্ষার ও সিল স্ক্যান করে কমিটি গঠন সহ বিভিন্ন অভিযোগে বুধবার (১৯ জানুয়ারী) আরও ৬ জন নেতাকর্মী আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এর আগে গত ১৬ তারিখ নব গঠিত কমিটির ৬ জন যুগ্ম আহ্বায়কসহ ১৫ জন সদস্য পদত্যাগ করেছিলেন। এ পর্যন্ত উক্ত কমিটি থেকে ৪৬ জনের মধ্যে ২১ জন নেতাকর্মী পদত্যাগ করলেন। ফলে নব গঠিত কমিটির বৈধতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার ঝড় বইছে। সূত্রে জানা যায়, ১৩ জানুয়ারী প্রকাশিত ১ জন আহ্বায়ক ১৫ জন যুগ্ম আহ্বায়ক ও ১ জনকে সদস্য সচিব করে ৪৬ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ উপজেলা যুবদলের কমিটি থেকে ত্যাগী, পদবঞ্চিত নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক পড়ায় উপজেলার সর্বত্র ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। বর্তমান আহ্বায়ক কমিটির ভবিষ্যত রাজনৈতিক কর্মকান্ড নিয়ে না প্রশ্ন দেখা দিয়েছে। পদত্যাগকারী নেতারা হলেন তারা পদত্যাগপত্র হবিগঞ্জ জেলা যুবদলের দায়িত্বপ্রাপ্ত সভাপতি, সাধারন সম্পাদক বরাবরে প্রেরন করেছেন। অনুলিপি প্রদান করেছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিলেট বিভাগীয় টিম এর নিকট। পদত্যাগকারী নেতৃবৃন্দরা হলেন- যুবদল নবীগঞ্জ সদর ইউনিয়নের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক ইসমত মিয়া (বর্তমান মেম্বার), সদর ইউনিয়ন যুবদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক শাহ হোসেইন আহমেদ, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মামুন মিয়া, মোঃ নাদিম মির্জা, মোঃ লেবু মিয়া, মোফাজ্জল হোসেন তারা প্রত্যেকে নবগঠিত উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য। পদত্যগকারী নেতা ইসমত মিয়া মেম্বার বলেন, নবগঠিত কমিটি সম্পুর্ণ অগণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পাদন করা হয় এবং কমিটিতে যুবদলের সিনিয়র নেতাদের নূন্যতম মূল্যায়ন করা হয় নাই এটা দুঃখজনক। সদ্য ছাত্রদল থেকে আগত নেতাদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। মরহুম নেতা মিয়া মোঃ ইলিয়াছের মৃত্যুর পর তাঁর স্বাক্ষর স্ক্যান করে প্যাডে বসানো হয়েছে এবং তাঁর স্বাক্ষরকৃত কমিটি ওলট পালট করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন এবং পদত্যাগকারী নেতৃবৃন্দ এ ব্যাপারে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন এবং কমিটি বাতিলের দাবী জানান।