Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে সমাবেশ ॥ ৭২ ঘন্টার আল্টিমেটাম

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্বরে শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে কুর্শি বাস স্ট্যান্ডে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। কুর্শি নয়মৌজা শ্রমিক সমবায় সমিতির সভাপতি লেচু মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তোফায়েল আহমদ ছায়েদের পরিচালনায় অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মুহিম আহমদ, কুর্শি নয়মৌজা শ্রমিক সমবায় সমিতির সহ-সভাপতি জুনাব আলী, ফয়ছল মিয়া, নবীগঞ্জের শ্রমিকনেতা মিন্টু চৌধুরী, মিল্টন মিয়া, শাফিল উদ্দিন, জাহাঙ্গীর মিয়া, বাবলু চৌধুরী, সাহিদ মিয়া, নবীগঞ্জ সিএনজি শ্রমিক সমিতির সভাপতি লতিফ মিয়া, সাধারন সম্পাদক রনজিত দাশ, নবীগঞ্জ থানা স্ট্যান্ডের আহবায়ক বিলু মিয়া, রুস্তমপুর শ্রমিক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া, ইনাতগঞ্জ শ্রমিক সমিতির সভাপতি গয়াছ মিয়া, সৈয়দপুর শ্রমিক সমিতির সভাপতি সাজু মিয়া, সৈয়দপুর সিএনজি স্ট্যান্ডের ম্যনেজার রব্বান মিয়া, আঃ রাজ্জাক, দুলাল মিয়া, আব্দুল সালাম, শিপন মিয়া, রেনু মিয়া, মশাহিদ মিয়া, গোপলার বাজার স্ট্যান্ডের ম্যনেজার বশির মিয়া, নুর কালাম, আমিনুল, আরব আলী প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে শ্রমিকরা আউশকান্দি স্ট্যান্ডের শ্রমিক ও ম্যনেজার কর্তৃক নবীগঞ্জ উপজেলার প্রত্যেক স্ট্যান্ডের শ্রমিকের উপর বারবার নির্যাতনের ঘটনায় ও নির্যাতনকারীদের গ্রেফতার ও শান্তি শৃংঙ্খলা বজায় রাখতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়। অন্যতায় আরো কঠোর আন্দোলন করে সারা নবীগঞ্জকে অচল করে দেয়া হবে।