Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সদর হাসপাতালের ল্যাব টেকনেশিয়ান হত্যাকান্ডের প্রধান আসামি গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের চাঞ্চল্যকর ল্যাব টেকনেশিয়ান হত্যার ঘটনায় মুল আসামির গ্রেফতার দাবিতে সদর থানার সামনে সড়ক অবরোধ করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীরা এ অবরোধ করেন। তারা বলেন, পুলিশ নামমাত্র দুইজনকে আটক করেছে। মূল আসামিকে না ধরে সময় ক্ষেপণ করে যাচ্ছে। এতে তারা মূল আসামি পালিয়ে যাবার শংকা প্রকাশ করেন। অবরোধ চলাকালে ঘণ্টাখানেক সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে। পরে সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়া হয়। তবে কর্মচারীরা ৩ দিনের আল্টিমেটাম দেন। এর মাঝে যদি মূল আসামি গ্রেফতার না হয় তারা কঠিন কর্মসূচি দেবেন। এর আগে গত শনিবার সকালে সদর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের বোন লুৎফুন্নাহার শেফু, আতাউস সামাদ নয়ন, সদর হাসপাতালের আরএমও ডা. মোমিন উদ্দিন চৌধুরী, সাবেক আরএমও দেবাশীষ দাশ, নার্সিং সুপারভাইজার জাকিয়া বেগম, মেডিকেল কলেজ কর্মকর্তা আ. মন্নান, নার্সিং কলেজের মোশারফ হোসেন আখঞ্জিসহ নার্সিং ইনস্টিটিউটের প্রায় সহ¯্রাধিক শিক্ষার্থীরা। এদিকে ঘটনার পর থেকেই মানববন্ধন করে আসছেন তার পরিবার ও সহকর্মীরা। মামলার বাদি লুৎফুন্নাহার শেফুল বলেন, পুলিশ নামমাত্র দুই আসামিকে আটক করে। কিন্তু এখন পর্যন্ত মামলার মূল রহস্য উদঘাটন করতে পারেনি এবং এ মামলার প্রধান আসামি এখনও ধরা পড়েনি। এতে তাদের মনে হয় সে বিদেশ পালিয়ে গেছে। প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর শহরের টাউন হল এলাকার প্রকাশ্যে সাইফুল ইসলাম (২৫) কে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাইফুলের বোন বাদি হয়ে সদর থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ ইতোমধ্যে দুইজনকে আটক করে।