Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে কুশিয়ারার বুকে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলন

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর বুকে ফের চেপে বসেছে ড্রেজার মেশিন। অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালু। এতে কতিপয় অর্থলোভী লাভবান হলেও হুমকির মুখে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা। নদীর তীরে ভাঙ্গন দেখা দিয়েছে ব্যাপকভাবে। মাঝেমধ্যে প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করলেও স্থায়ীভাবে বন্ধ হচ্ছেনা অবৈধ বালু উত্তোলন। রোববার (১৬ জানুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল এলাকায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতে দেখা যায়। জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল এলাকা থেকে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কুশিয়ারা নদীর উপর ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে কয়েকটি চক্র। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, পারকুল গ্রামের বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্ট সংলগ্ন কুশিয়ারা নদীতে একাধিক স্থানে ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করছেন কয়েকটি বালু খেকো সিন্ডিকেট। কুশিয়ারা নদীর পানিতে ভাসমান ড্রেজার মেশিন বসিয়ে পাইপের মাধ্যমে নদীর গভীর তলদেশ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর পাড়ে ভাঙন শুরু হয়েছে। আশপাশের আবাদি জমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। এদিকে অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। শামীম নামে স্থানীয় বাসিন্দা জানান, এলাকাবাসীর পক্ষ থেকে ভূমি মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারে বিভিন্ন দপ্তরের বরাবর অর্থলোভী বালুখেকোদের নামে একাধিক অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু কোনভাবেই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা যাচ্ছেনা।
তবে ইতোপূর্বে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে অভৈধভাবে উত্তোলন করা বিপুল পরিমাণ বালু, নৌকা, ড্রেজার মেশিন ধ্বংস ও শ্রমিকদের আটক করা হলেও কিন্তু মূল হোতারা সবসময় রয়ে যাচ্ছেন ধরাছোঁয়ার বাহিরে। এদিকে রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে শ্রমিক মোঃ হায়দার আলী (৩৮) নামে একজনকে আটক করেন। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত হায়দর আলীকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন, কুশিয়ারা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত আছে।