Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সদর হাসপাতালে আবারও দালালদের উৎপাত বৃদ্ধি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে আবারও দালালদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের অভিযানে কিছুদিন গা ঢাকা দিলেও আবারও তারা মাথাছড়া দিয়ে উঠেছে। গ্রামগঞ্জ থেকে আসা সহজ সরল রোগীদেরকে কৌশলে হাসপাতালের নিকট বিভিন্ন ক্লিনিকে নিয়ে গিয়ে অযথা পরীক্ষা নিরীক্ষা করিয়ে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। বিনিময়ে তারা মোটা অংকের টাকা কমিশন নিচ্ছে। আর তাদেরকে সহযোগিতা করছে হাসপাতালের কিছু অসাধু কর্মচারীরা। তবে এখন আর ওষুধের স্লিপ নিয়ে টানাটানি করতে তেমন একটা দেখা যায় না। নতুন কৌশল অবলম্বন করছে তারা। আজমিরীগঞ্জ থেকে আসা আনোয়ারা খাতুন নামের এক রোগী জানান, সফিক মিয়া নামের এক দালাল হাসপাতালে রোগী এলেই ইসিজি, আল্ট্রা¯েœা, এক্সরেসহ বিভিন্ন অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা স্বল্প মূল্যে করানোর কথা বলে হাসপাতালের পাশে একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। তাকেও সে একই কায়দায় ওই ক্লিনিকে নিয়ে গিয়ে মোটা টাকা দাবি করে। অন্যথায় তাকে ভয়ভীতি প্রদর্শন করে। এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে তাকে পরীক্ষার টাকা দিয়ে আসেন। এই পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র ডাক্তারকে দেখালে তিনি জানান, অহেতুক করা হয়েছে। এরকম আরও অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাছাড়াও মিজান নামে আরও এক দালাল রয়েছে। সে প্রায়ই রোগীদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে এবং নার্সদের হুমকি দেয়। সে একটি ৫ তলা ভবনে রোম দখল করে রেখেছে। গত রবিবার হাসপাতালের তত্ত্বাবধায়ক আনিসুজ্জামান সরকার সদর থানা পুলিশকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। এর প্রেক্ষিতে পুলিশ হাসপাতালের ভিতরে প্রবেশ করতে তাকে নিষেধ দেয়া হয়।