Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ফান্দ্রাইল আফজাল হত্যাকান্ডে ব্যবহৃত রামদা ডোবা থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামে আয়োজিত ওরসে আফজাল চৌধুরী হত্যা মামলায় ব্যবহৃত রক্তমাখা দেশীয় অস্ত্র রামদা উদ্ধার করেছে পুলিশ। প্রধান আসামি বিজয় চৌধুরীর (২৫) স্বীকারোক্তিমতে কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুনু মিয়া, এসআই আব্দুর রহিমসহ একদল পুলিশ গতকাল শনিবার দুপুরে ফান্দ্রাইল গ্রামে পাঁচপীড়ের মাজার সংলগ্ন হত্যা মামলার আসামি নাসিরের দোকানের পেছনের ডোবা থেকে উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার ভোরে র‌্যাব ৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্পের অভিযানে সিলেট জেলার জকিগঞ্জ থেকে বিজয় চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। সে ফান্দ্রাইল গ্রামের তাউছ চৌধুরীর ছেলে। র‌্যাব তাকে সদর থানায় সোপর্দ করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে এবং লুকিয়ে রাখা অস্ত্রের কথা জানায়। গত সোমবার ১০ জানুয়ারি রাত ১টায় আফজালকে হত্যা করা হয়। এ ব্যাপারে আফজালের ভাই লাউছ চৌধুরী বাদী হয়ে ২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এর আগে এই মামলার হুকুম দায়ি আসামি আলতাফ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, সংঘর্ষে মারা যাবার পর গ্রামটি পুরুষশূণ্য হয়ে পড়ে। গত বুধবার প্রতিপক্ষের লোকজন আসামিদের বাড়ি ঘরে হামলা ভাংচুর চালিয়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতি করে। এরপর টনক নড়ে প্রশাসনের। গতকাল তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।