Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সংবাদ সম্মেলন ॥ ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য মেলা বন্ধ ঘোষণা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন উদ্যোক্তাগণ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নিউ ফিল্ডে অনুষ্ঠানরত ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়। তবে মেলা বন্ধ হওয়ায় উদ্যোক্তাগণ ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র লিখিত বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন প্রতি বছরই বিভিন্ন জেলায় ক্ষুদ্র কুটির ও নারী উদ্যোক্তাগণের পণ্যের প্রচার, বিক্রয় ও বাজারজাত করণে সহায়তা প্রদানের লক্ষ্যে মেলার আয়োজন করে থাকে। কিন্তু গত দুই বছর কোভিড-১৯ এর কারণে কোনো প্রকার মেলার আয়োজন না করায় উদ্যোক্তাগণ ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। কার্যক্রম বন্ধ থাকায় কারখানার ভাড়া, শ্রমিক/কর্মচারীদের মজুরী/বেতন পরিশোধ করতে বিপাকে পড়েছেন। এ অব¯’ায় অধিকাংশ উদ্যোক্তাই মানবেতর জীবনযাপন করছেন। অনেকেই ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় মানষিক ভাবে ভেঙ্গে পড়েছেন।’
তিনি বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং করোনা পরিস্থিতি শিথিল হওয়ায় সম্প্রতি মেলা আয়োজনের অনুমতি দেয় জেলা প্রশাসন। কিন্তু মাত্র কয়েকদিন চলার পর হঠাৎ করোনার বিধি নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়। আমরা করোনার বিধি নিষেধ সম্পূর্ণরূপে মেনে মেলা পরিচালনা করতে চাইলেও তা বন্ধের নির্দেশ দেয়া হয়। এ অবস্থায় জেলা প্রশাসকের নির্বাহী আদেশের প্রতি সম্মান জানিয়ে মেলার পরবর্তী কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হল।’