Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ভূমিখেকোদের কবল থেকে সরকারের কোটি টাকার সম্পদ রক্ষা করলেন উপজেলা প্রশাসন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-শেরপুর সড়কে গ্রামীন ব্যাংক সংলগ্ন সরকারের কোটি টাকার খাল রকম ভূমি রক্ষা করলেন উপজেলা প্রশাসন। সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের নির্দেশে স্থানীয় তহশীলদার মাটি দিয়ে খাল বরাটের সময় নিষেধ প্রদান করেন। ফলে ভুমিখেকোদের হাত থেকে রক্ষা পায় সরকারের কোটি টাকার সম্পত্তি। সূত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্রে শেরপুর রোডস্থ’ গ্রামীন ব্যাংক সংলগ্ন সরকারী কোটি টাকার খাল রকম ভূমি মাটি দিয়ে বরাট করার কাজ শুরু করেন আব্দুল মুহিত লন্ডনীর লোকজন। যার নেপথ্যে রয়েছে একদল ভূমিখেকো চক্র। এই চক্রে জড়িত রয়েছেন পৌরসভার জনপ্রতিনিধিসহ বিশাল একটি সিন্ডিকেট। ওই চক্রের সরকারী উক্ত খালের পিছনে তাদের পুকুর রখম ভুমি রয়েছে। উক্ত ভূমির মূল্য বৃদ্ধি করার আশায় প্রভাবশালী ওই চক্রটি সিন্ডিকেট তৈরী করে সরকারের কোটি টাকা ওই খালের উপর নজর পড়ে। এক পর্যায়ে সোমবার উক্ত সরকারী খাল বরাটের জন্য মাটি পালানো হয়। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ সদর ইউনিয়নের তহশীলদারকে ঘটনাস্থলে পাটিয়ে মাটি বরাট কাজ বন্ধ করেন। তবে ওই চক্রটি যে কোন মূল্যে কোটি টাকার সরকারী এই সম্পত্তি জবর দখল করে নেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন বলে জানা গেছে। মাটি বরাট কাজ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।