Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাই সড়কের বেকিটেকা ব্রীজের নিকট রাস্তায় গাছ ফেলে গণ-ডাকাতি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কের সদর উপজেলার বেকিটেকা ব্রীজের অদূরে ছুরুক মিয়ার রাইছ মিলের নিকট সড়ক ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা রাস্তায় গাছ ফেলে বেরিকেট সৃষ্টি করে ৩টি গরু বোঝাই ট্রাক, সিএনজি, টেম্পুসহ ৮/১০টি গাড়ীর যাত্রীদের মারধর করে নগদ টাকা ও মোবাইলসহ ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রাত ৯টার দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার লুকড়া এবং বহুলা গ্রামের কয়েকজন গরু ব্যবসায়ী নাসিনগর উপজেলার ফান্দাউক বাজার থেকে গরু ক্রয় করে। পরে তারা বামৈ থেকে ৩টি ট্রাক যোগে গরু গুলো নিয়ে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। রাত প্রায় ৯টার দিকে তারা উল্লেখিত স্থানে পৌছুলে ৮/১০ জনের একদল মুখোশধারী ডাকাত রাস্তার পার্শ্বের গাছ কেটে রাস্তায় ফেলে বেরিকেট সৃষ্টি করে। পরে একের পর এক ট্রাক, সিএনজি, টেম্পু আটকিয়ে যাত্রীদের মারধর করে নগদ টাকা মোবাইলসহ মালামাল হাতিয়ে নেয়।
সূত্রে জানায়-বড় বহুলা গ্রামের জনৈক গরু ব্যবসায়ীর নিকট থেকে ২ লাখ টাকা হাতিয়ে নেয় ডাকাতরা।
ডাকাতির শিকার লাখাই উপজেলার করাব ইউনিয়নের সচিব সদর উপজেলার লুকড়া গ্রামের বাসিন্দা শাহ আলম জানান, তিনি পরিষদের মহিলা মেম্বার বুলবুলের বাড়ীতে ইফতারের দাওয়াত খেয়ে তিনি মোটর সাইকেল যোগে গ্রামের বাড়ী লুকড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। তিনি ঘটনাস্থলে পৌছামাত্র দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে কয়েকজন ডাকাত তার মটর সাইকেলের গতিরোধ করে। এ সময় ডাকাতরা শাহ আলম এর নিকট থেকে নগদ সাড়ে ১০ হাজার টাকা, ৪ লাখ ২ হাজার টাকার ২টি চেক (ব্যাংকের ডিডি) ও মোবাইল হাতিয়ে নেয়। এসময় তিনি ডিডি ২টি এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ফের দেয়ার জন্য ডাকাতদের অনুরোধ করলে এরা তাকে গালমন্দ করে একটি টেম্পুতে বসিয়ে রাখে। ওই টেম্পুতে ডাকাতির শিকার আরো ৮/১০ জন লোক হাত পা বাঁধা অবস্থায় ছিল। এ সময় ডাকাতি চলাকালে এক ব্যক্তিকে মারধর করলে সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে। তার আর্তচিৎকারে পার্শ্ববর্তী এলাকার লোকজন ছুটে আসলে ডাকাতরা পার্শ্ববর্তী নাজিরপুর গ্রামের দিকে চলে যায়।
তিনি আরোও জানান-ডাকাতরা পালিয়ে যাওয়ার পর তিনি তার মটর সাইকেলের নিকট এসে দেখতে পান তার গুরুত্বপূর্ণ কাগজ, ২টি চেক ও মোটর সাইকেলের চাবি ডাকাতরা সাইকেলের উপর রেখে যায়।
পরে ডাকাতির শিকার লোকজন পার্শ্ববর্তী ধল সড়ক বাজার এসে উপস্থিত লোকজনের নিকট ডাকাতির বর্ণনা দেন। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ডাকাতির শিকার একজন জানান-ডাকাতরা সংখ্যায় ৮ জন ছিল। এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামের হিরাজ নামে এক ডাকাতকে তিনি ছিনতে পেরেছেন। এছাড়া ডাকাতির সাথে জড়িতরা বামকান্দি, ধল এবং নাজিরপুর গ্রামের বাসিন্দা বলে সূত্রে জানা যায়।