Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জরিনার পিঠুনীতে ইমাম আহমদ রেজা একাডেমীর ২৫ শিশু শিক্ষার্থী আহত ॥ বিক্ষুব্ধ জনতার অবরোধ

স্টাফ রিপোর্টার ॥ জরিনা বিবি নামে এক মহিলার গণপিঠুনীতে আহত হয়েছে হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া গ্রামের ইমাম আহমদ রেযা সুন্নীয়া একাডেমীর কেজি শ্রেণীর ২৫ শিশু শিক্ষার্থী। হামলাকারী জরিনা বিবি ওই প্রতিষ্ঠানের দাতা সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় এলাকার বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন জরিনা। পুলিশ তাকে উদ্ধার করে জনতার রোষানল থেকে রক্ষা করে। এ ব্যাপারে প্রতিষ্ঠানের অধ্যক্ষ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গতকাল সকাল ১১টার দিকে জরিনা বিবি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর হামলে পড়েন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১১ টার দিকে শিক্ষার্থীরা ক্লাস রুমে হৈ হুল্লোর করছিল। অকস্মাৎ জরিনা বিবি একটি লাটি হাতে ক্লাস রুমে প্রবেশ করে ছাত্রছাত্রীকে পেটাতে শুরু করেন। এ সময় শিশুরা কান্নাকাটি শুরু করে। তাদের চিৎকার শুনে শিক্ষকরা এসে জরিনাকে সামাল দেন। এদিকে এ খবর পেয়ে অভিভাবক ও সদর উপজেলার পইল এবং তেঘরিয়া ইউনিয়নের নাজিরপুর, পশ্চিম এড়ালিয়া, কাকিয়ারআব্দা, তেঘরিয়া, পূর্ব এড়ালিয়া, বাড়া পইতসহ ৭/৮টি গ্রামের সহস্রাধিক জনতা ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনা শুনে উপস্থিত জনতা বিক্ষুব্ধ হয়ে উঠে। তারা জরিনা বিবিকে অবরুদ্ধ করে রাখে। প্রায় আধাঘন্টা অবরুদ্ধ থাকার পর হবিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জরিনা বিবিকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় ইমাম আহমদ রেযা সুন্নিয়া একাডেমীর প্রিন্সিপাল মাওলানা নাসির উদ্দিন বাদী হয়ে দাতা জরিনা বিবির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দাতা সদস্য জরিনা বিবির সাথে ম্যানেজিং কমিটির দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলছে। মারপিটের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।