Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে জাতীয় নিবন্ধন দিবস উদযাপিত

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কুইজ প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে ইউ.পি আয়োজিত “জন্ম একবার, নিবন্ধন একবার” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং শরীয়ত বিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির সভাপতি বড় হুজুর মাওলানা আব্দুল বাসিত আজাদ। বিশেষ অতিথি ছিলেন সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বশির উদ্দিন আহমদ। বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা আনছার আলীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন হেদায়েত উল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, রায়েরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, যাত্রাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকেশ চন্দ্র চন্দ, তারাসই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাতুল মজুমদার, শরীফখানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদির বখত সুহেলী, সাগর দিঘীর পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, প্রথমরেখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন সর্দার প্রমুখ। সভার সভাপতি ইউ.পি চেয়ারম্যান তার বক্তৃতায় বলেন ইউনিয়নে শতভাগ জন্ম নিবন্ধনের কৃতিত্ব ইউনিয়নবাসীর। তিনি তথ্য সেবা কেন্দ্রে স্বল্প খরচে স্কাইপি (আইডি নধহরধ.পযড়হম) এর মাধ্যমে দেশ বিদেশে অবস্থানরত প্রবাসী ও তার আত্মীয় স্বজনদেরকে সঙ্গে সরাসরি কথা বলার আহবান জানান। সভাশেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। পূর্বাহ্নে একটি বর্ণাঢ্য র‌্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।