Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাংবাদিকতার পথিকৃৎ প্রিয় খেলু ভাইর স্মরণে স্মৃতি চারণ

-: মখলিছ মিয়া :-
পুরো নাম আখলাক হোসাইন খান কিন্তু পরিবারে সবাই এবং আত্মীয় স্বজনসহ বন্ধু মহলে খেলু বলেই ডাকতেন। সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতার জগতে খেলু নামটিই অধিক প্রচলিত ছিল। জন্ম ১৯৬২ সালের ১৪ জুলাই বানিয়াচং সদরের সৈদ্যারটুলা গ্রামে। আর মৃত্যু ২৯ ডিসেম্বর ২০১৬ ইং। অর্থাৎ জীবন মাত্র ৫৮ বছরের ছিল। জীবনের শেষ প্রান্তে এসে সুনামগঞ্জ সদরের নতুনপাড়ার বাসিন্দা বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত কন্ঠ শিল্পী কুহিনুর বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে দু’জনের সম্পর্ক ছিল খুবই মধুর। তার দৃষ্টান্তও রয়েছে অনেক। বাংলাদেশ টেলিভিশন এর নিয়মিত শিল্পী হিসেবে প্রায়ই টেলিভিশনে গান করতেন খেলু ভাইয়ের সহধর্মীনি, তারিখ টা আমার সঠিক মনে নেই, বাংলাদেশ টেলিভিশনে গান গাইবেন কুহিনুর ভাবী সময়টা বিকাল ৩টা, খেলু ভাইয়ের পছন্দের গান, সেই গানটি রেকর্ড করে রাখতে হবে, আমাকে দু’দিন আগ থেকেই তাগিদা দিচ্ছেন কিভাবে গানটি রেকর্ড করে রাখা যায়, এ ব্যাপারে যেন সব ব্যবস্থা করে রাখি, খেলু ভাইয়ের কথা মতো সব আয়োজন করা হল, কিন্তু বিটিভিতে যে দিন গান শুরু হবে ঠিক সেই মুহুর্তে অথ্যাৎ অনুষ্ঠান শুরু হওয়ার পরক্ষণেই বিদ্যুত চলে গেল, খেলু ভাই কে বললাম ভাই গানতো আর রেকর্ড করা হল না, খেলু ভাই বললেন তোমার ভাবীর গান শুরু হওয়ার আগে ঠিকই বিদ্যুত চলে আসবে, প্রায় ৭ থেকে ৮মিনিট পর ঠিকই বিদ্যুত চলে আসে, এ সময়েই উপস্থাপক ঘোষনা করছেন এবার লোকগীতি গান পরিবেশন করবেন কুহিনুর বেগম, ছিমছাম নিরবতা গান শুরু হল, যথারীতি রেকর্ডও করলাম। গান শেষ হওয়ার পর খেলু ভাই বললেন, মখলিছ অনেক কষ্ট করেছে তোমাকে ধন্যবাদ, মনটা ভরে গেল প্রিয় খেলু ভাইর প্রশংসা শুনে। একথাগুলো বলার উদ্দেশ্যে হল খেলু ভাই ছিলেন একজন আত্মবিশ্বাসী মানুষ, তিনি কোন কাজেই উৎসাহ হারাতেন না, একটি কাজ শুরু হলে এর শেষ অবধি পর্যন্ত এটার পিছনে লেগে থাকা এটা ছিল খেলু ভাইয়ের স্বভাবজাত অভ্যাস। সাংবাদিকতা বিষয়ে আমরা কোন কাজে সহযোগিতা চাইলে খেলু ভাই হাসি মুখে তা সমাধান করে দিতেন, খুব খুশী হতেন তার কাছ থেকে কোন কিছু জানতে চাইলে, কখনো কোন কাজের জন্য খেলু ভাইয়ের কাছ থেকে বিমূখ হয়ে কেউ ফিরে এসেছে বলে আমার জানা নেই। একজন কাজ পাগল মানুষ ছিলেন আমাদের খেলু ভাই। হাওর এবং টিপাইমুখ বাঁধ নিয়ে বিশাল বিশাল লেখা নিয়ে এসে আমাকে বলতেন মখলিছ অনেক কষ্ট করে লেখাগুলো রেডি করেছি এগুলো টাইপ করে দিতে হবে, অনেক সময় লিখতে লিখতে ক্লান্তি এসে যেত, তখন খেলু ভাই বলতেন থাক, এখন আর লেখার দরকার নেই ফাইলটা সেইভ করে রাখ, চলো চা খেয়ে আসি। এরকম হাজারো স্মৃতি জড়িয়ে আছে প্রিয় খেলু ভাইয়ের সাথে। আমার চ্যানেল এস’এর সিলেট এর জনপদ নামক অনুষ্ঠান করতে বেশ সহযোগিতা পেয়েছি খেল্ ুভাইয়ের কাছ থেকে। ‘পর্যটনের অপার সম্ভাবনাময় বানিয়াচং’ শিরোনামীয় চ্যানেল এস’এর জন্য একটি ডকুমেন্টারী করতে সারাদিন ক্লান্তিহীনভাবে আমার সাথে কাজ করেছেন, একটি সময়ের জন্যও খেলু ভাইয়ের মধ্যে ক্লান্তির ছাপ পরিলক্ষিত হয়নি। এটাই ছিল খেলু ভাইয়ের কাজের প্রতি দরদের বাস্তব উদাহরন। আজ খেলু ভাই আমাদের মাঝে নেই, না ফেরার দেশে চলে গেছেন আমাদের সবার প্রিয় খেলু ভাই। তিনি ছিলেন আপাদমস্তক সৎ ও আদর্শবান একজন সাংবাদিক। খেলু ভাই আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেও বানিয়াচংয়ের সাংবাদিকতা অঙ্গনের কিংবদন্তি হিসেবে থাকবেন অনন্তকাল। অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে থেকেও কিভাবে সততাকে আকঁড়ে ধরে থাকা যায় তার উজ্জ্বল উদাহরণ ছিলেন তিনি। খেলু ভাইয়ের স্মৃতিকে আকঁেড় ধরে আমরা যদি সৎ সাংবাদিকতা করতে পারি তবেই খেলু ভাইয়ের আত্মা শান্তি পাবে।

লেখক ঃ সাংবাদিক