Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ॥ প্রশাসনের অভিযানে দুটি ড্রেজার মেশিন ধ্বংস

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের কুশিয়ারা, নদীতে অবৈধ বালু উত্তোলনকালে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে মোবাইল কোর্ট। শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করেন। জানা যায়, বিগত কিছুদিন ধরে কুশিয়ারি নদীর নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পাহাড়পুর অংশে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিল স্থানীয় একটি চক্র। নদীর তলদেশ থেকে অবৈধ পন্থায় বালু উত্তোলন করে বিভিন্নস্থানে বিক্রি করতো ওই সঙ্গবদ্ধ চক্র। শনিবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও নবীগঞ্জ থানার একদল পুলিশের সহযোগিতা অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের ধরতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চক্রের সদস্যরা। অভিযানে অবৈধ ভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দপূর্বক ধ্বংস করা হয়। এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।