Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজ লাখাই উপজেলার ৬ ইউনিয়নে ভোট ্ঃ চেয়ারম্যান পদে ৩৩ জন, সাধারণ সদস্য ২৪০জন ও সংরক্ষিত আসনে ৮৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ শান্তিপূণ নির্বাচন অনুষ্ঠানে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে লাখাই উপজেলা নির্বাচন অফিস। সেই সাথে শান্তিপূর্ণ ভোটগ্রহণ ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।
নির্বাচনে উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩ জন প্রার্থী এবং সাধারণ সদস্য পদে ২৪০জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৮৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে প্রার্থীগণ হলেন লাখাই ইউনিয়নে মোঃ এনায়েত হোসেন (নৌকা), আরিফ আহম্মদ রুপম ঘোড়া, মোঃ ছাদির মিয়া মোটর সাইকেল, শরীফ উদ্দিন তালুকদার আনারস, ২নং মুড়াকড়ি মোড়াকড়ি মাহফুজুর রহমান (নৌকা), আবুল কাসেম মোল্লা মোটর সাইকেল, মাহমুদুল হাসান ঘোড়া, জাহিদুল ইসলাম অটোরিক্সা, মোঃ সফিকুল আলাম গোলাপ আনারস, মোঃ সালেহ উদ্দিন চশমা। ৩নং মুড়িয়াউক ইউনিয়নে আজিজুল হক রণক (নৌকা), কাজল মিয়া মোটর সাইকেল, মাসুক মিয়া তালুকদার চশমা, নুরুজ্জামান মোল্লা ঘোড়া, নোমান মিয়া আনারস, মোঃ মুখলেছুর রহমান টেবিল ফ্যান, জানে আলম অটোরিক্সা। ৪নং বামৈ ইউনিয়নে শাহ রেজাউদ্দিন আহমদ দুলদুল (নৌকা), আজাদ হোসেন ফুরুখ ঘোড়া, এনামুল হক টেবিল ফ্যান, মোর্শেদ কামাল মোটর সাইকেল, মোঃ খসরু নোমান আনারস। ৫নং করাব ইউনিয়নে মোঃ আব্দুল কুদ্দুছ (নৌকা), কামরুল হাসান চশমা, মহিউদ্দিন আহম্মদ আনারস, মোঃ আব্দুল হাই ঘোড়া, মোঃ বাদশা মিয়া মোটরসাইকেল। ৬নং বুল্লা ইউনিয়নে খোকন চন্দ্র গোপ (নৌকা), জাহারুল ইসলাম তাউছ মোটরসাইকেল, শেখ মোঃ মোর্শেদ কামাল চশমা, অমূল্য রায় আনারস, ইয়ার হোসেন টেলিফোন, আরিফুল হক ঘোড়া।
লাখাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন খানের সাথে আলাপ কালে তিনি জানান, ইতিমধ্যে নির্বাচন শান্তিপূর্ণ ও সফল ভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
৬টি ইউনিয়নে যতাযত ভাবে ভোট গ্রহণের লক্ষ্যে উপজেলার ৬টি ইউনিয়নের ৫৫টি কেন্দ্রে স্থাপিত ৩৩০টি কক্ষে চলবে ভোট গ্রহণ। প্রতিটি কেন্দ্রে ১ জন করে প্রিজাইডিং অফিসারের পাশাপাশি ৩৩০জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬৬০জন পোলিং অফিসার কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
থানা সুত্রে জানা যায়, আজ ২৬ ডিসেম্বর অনুষ্টিতব্য নির্বাচনে উপজেলা ৬টি ইউনিয়নে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৪টি, অতি ঝুঁকিপূর্ণ ১৪টি এবং সাধারণ কেন্দ্র ২৭টি।
নির্বাচনে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বপালনে প্রতিটি ইউনিয়নে ২টি করে মোবাইল কোর্ট সহ র‌্যাব, বিজিবি, পুলিশ সহ আনসার সদস্য কাজ করে যাবে বলে নিশ্চিত করেন লাখাই থানা অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।