Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ হবিগঞ্জ জেলা শাখার কাউন্সিল সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ হবিগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে এক সভা গতকাল শনিবার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলা সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন আহমেদর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। জেলা সাধারণ সম্পাদক কাজী মাওলানা নজমুল হোসেনের শুভেচ্ছা বক্তব্য এবং জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি মোঃ আব্দুল মজিদ পিরীজপুীরর পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোঃ মঈনুল ইসলাম পারভেজ। হবিগঞ্জ পৌর শাখার সহ-সভাপতি মাওলানা সৈয়দ আহমদের কুরআন তেলাওয়াত ও লাখাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মোঃ আব্বাস উদ্দিনের নাতে রাসুল পরিবেশনের মাধ্যমে শুরু কাউন্সিল সভায় বিশেষ অতিথি ও সহকারী কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর নাতি ও মুহতারাম কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী (রায়হান)।
সভায় মাওলানা ফরিদ উদ্দিন আহমেদকে সভাপতি, কাজী মাওলানা নজমুল হোসেনকে সাধারণ সম্পাদক ও এবিএম আল-আমীন চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা কমিটি ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন- সহ সভাপতি: কাজী মাওলানা এম হাসান আলী, কাজী মাওলানা মোঃ আব্দুল আলীম, মুফতি মোঃ আব্দুল মজিদ, মাওলানা আব্দুল হান্নান সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক: মাওলানা সাজ্জাদুর রহমান, মুফতি আহমদ কবির, সহ সাংগঠনিক সম্পাদক: মাওলানা মোঃ আব্দুল আজিজ, প্রচার সম্পাদক: মাওলানা মোঃ আফতাব উদ্দিন সহ প্রচার সম্পাদক মাওলানা মোঃ আব্দুস সবুর অর্থ সম্পাদক: মাওলানা জুবায়ের আহমদ আনসারী, প্রশিক্ষণ সম্পাদক: মুফতি মুস্তাফিজুর রহমান আজহারী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: কাজী মাওলানা গুলজার আহমেদ, পাঠাগার সম্পাদক মাওলানা মোঃ আব্দুর রহিম সমাজ কল্যাণ সম্পাদক কাজী মাহবুব আহমেদ, অফিস সম্পাদক মাওলানা সৈয়দ আহমেদ, সদস্য: মোঃ এমরান মিয়া তালুকদার, মাওলানা মোঃ আব্বাস উদ্দিন, মোঃ আব্দুল কাইয়ুম, আবু বকর সিদ্দিক আশিক, মোঃ আব্দুল মুহিত রাসেল।
৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ হলেন- শাহ আহমদ আলী (মাস্টার), মাওলানা কাজী আলাউদ্দিন (দস্তগীর), সৈয়দ নূর মোহাম্মদ শাহজাহান, মাওলানা মোঃ আব্দুল হালিম হারুন, সৈয়দ মঈনুল হক আরিফ (পইলের সাব), মোঃ আব্দুল মালেক মাস্টার, মোঃ সোলেমান খান।