Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলায় যত অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বিএনপির সমাবেশকে ঘিরে পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। এর মাঝে ৭ থেকে ৮টি অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী। তিনি জানান, মামলায় অভিযোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অনুমতি না নিয়ে সমাবেশ করা, চলাচলের রাস্তা বন্ধ করে মঞ্চ তৈরি, দেশীয় অস্ত্র নিয়ে সমাবেশে যোগদান, যানবাহন চলাচল বন্ধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে শহরে অরাজকতা সৃষ্টি, নাশকতা চালানো, সরকারি কাজে বাঁধা, পুলিশের ওপর হামলা, পুলিশের দায়িত্ব পালনে নিয়োজিত দু’টি গাড়ি ভাংচুর, হবিগঞ্জ পৌরসভা ভবন ও জেলা পরিষদের রেস্ট হাউজ ভাংচুর করা। তিনি বলেন, মামলায় নতুন আর কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত আছে।
এদিকে বিএনপির সমাবেশকে ঘিরে পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় নবীগঞ্জে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোর রাতে তাদের গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ। তারা হচ্ছেন বিএনপির নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু (৫০), যুবদল নেতা জাকির আহমেদ চৌধুরী (৩৪), যুবদল নেতা শাহীন তালুকদার (৩৫), যুবদল নেতা শামীম আহমেদকে (৩৪)। উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বুধবার হবিগঞ্জে সমাবেশ ডাকে জেলা বিএনপি। এতে উপস্থিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক ও ড. এনাম আহমেদসহ কেন্দ্রীয় নেতারা। দুপুরে সমাবেশ শুরুর পূর্বে বিএনপি নেতাকর্মীর সাথে পুলিশ সংঘর্ষ বাঁধে। এতে পুলিশসহ উভয়পক্ষের শতাধিক লোক আহত হন। পরি¯ি’তি নিয়ন্ত্রণে পুলিশ ১২শ’ রাউন্ড রাবার বুলেট ও ৯০ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। এ ঘটনায় বিএনপির ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে একটি মামলা দায়ের করে পুলিশ। মামলায় প্রধান আসামী করা হয় বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র জি কে গউছকে।