Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইউনিয়ন পরিষদ নির্বাচন ॥ বানিয়াচংয়ে ১৪টি ইউনিয়নের জন্য ১৩৭ জন প্রিজাইডিং অফিসার নিয়োগ

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু, সুন্দর অবাধ এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ১শ ৩৭জন প্রিজাইডিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত রিটানিং অফিসারগণ এ নিয়োগপত্র প্রদান করেন। প্রিজাইডিং অফিসার নিয়োগের সাথে সাথে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ৭শ ১৫জন এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ১৪শ ৩০ জনকে। স্থানীয় মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে ২২ ডিসেম্বর প্রশিক্ষণ দেয়া হবে ১শ ৩৭ জন প্রিজাইডিং অফিসারগণকে, ২৩ ডিসেম্বর প্রশিক্ষণ দেয়া হবে সহকারী প্রিজাইডিং অফিসারগণকে এবং ২৪ ডিসেম্বর প্রশিক্ষণ দেয়া হবে ১৪শ ৩০জন পোলিং অফিসারগণকে। ইতিমধ্যে বানিয়াচং উপজেলা নির্বাচন অফিস দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণকে প্রশিক্ষণ প্রদানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ১৭ জন প্রশিক্ষকের মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার আরমান ভূইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নের জন্য ১শ ৩১টি ভোট কেন্দ্র থাকবে এবং ভোট কক্ষ থাকবে ৬শ ৮১টি। নির্বাচনটি যেন অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে হয় এজন্য সকল ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। কোথাও এর ব্যতিক্রম হলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি এ প্রতিনিধিকে জানান।