Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট থেকে ॥ পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম। চুনারুঘাট জেলার ১০টি ইউনিয়নের প্রায় সবটিতেই রয়েছেন বিদ্রোহী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও বিএনপি জামায়াতের প্রার্থী। তারা ইউনিয়নগুলোতে শক্ত অবস্থানে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঝাঁপিয়ে পড়েছেন নিজেদের প্রার্থীকে জয়ী করতে তাদের কর্মী সমর্থকরা। চুনারুঘাটে নৌকার বিপরীতে মূল প্রতিদ্বন্দ্বি হয়ে দাঁড়িয়েছেন দলের বিদ্রোহী প্রার্থীরাই। আগামী ৫ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আচরণ বিধি ও আইনশৃঙ্খলা বিষয়ে চুনারুঘাটে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সকল প্রার্থীরা উপস্থিত থেকে তাদের সমস্যা তুলে ধরে সুষ্ঠু নির্বাচনের দাবী জানান। একই সাথে প্রার্থীরা প্রচারণায় বাঁধা, হামলা, সমর্থকদের মারধরের অভিযোগ তুলে ধরেন। এসময় কর্মকর্তারা নিরাপত্তা দেয়াসহ সুষ্ঠ নির্বাচনের আশ্বাস প্রদান করেন। মঙ্গলবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়াম মাঠে এই বিশেষ আইনশৃঙ্খলা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে এতে নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মো: সাদিকুল ইসলাম, মাধবপুর সার্কেল মহসিন আল মুরাদ, অফিসার ইনচার্জ মো: আলী আশরাফ, উপজেলা নির্বাচন অফিসার দিপক কুমার রায়, উপজেলা শিক্ষা অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বারেন্দ্র রায়, কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম ও মৎস্য কর্মকর্তা।
সভায় ১নং গাজীপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী, ৮নং সাটিয়াজুরী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আব্দুর রশিদ মাষ্টার, ৬নং সদর ইউনিয়নেআওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থী এডভোকেট কুতুব উদ্দিন, ৩নং দেওরগাছ ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী সহ বেশ কয়েকজন সাধারণ সদস্য প্রার্থী তাদের প্রচারণায় বাঁধা দেয়ার আভিযোগ তুলে ধরে সুষ্ঠ নির্বাচন ও প্রচার-প্রচারনা চালানোর জন্য প্রশাসনের সহযোগীতা কামনা করেন।
এ সময় প্রশাসনের কর্মকর্তারা নির্ভয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার কথা ব্যক্ত করে তাদের সকল ধরনের নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়।
একই সাথে মাইক ব্যবহার ও বাঁশি বাজিয়ে শব্দ দূষণ না করতে সতর্ক করা হয় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। কিন্তু কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তাকে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারী দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এসময় উপস্থিত উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীগণ উপস্থিত ছিলেন।