Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে হত্যা মামলায় ফাঁসানো চেষ্টার ॥ প্রতিবাদে ৩ গ্রামবাসীর সভা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে চাঞ্চল্য মিশুক চালক আবিদুর ইসলাম হত্যা মামলায় নিজ গ্রামের গ্রাম্য পুলিশের মিথ্যা তথ্যর ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সরিষপুর গ্রামের ২ ব্যক্তিকে ফাঁসানো অভিযোগে শরিষপুর, বেতাপুর, গুজাখাইর গ্রামবাসী এক প্রতিবাদ সভা করেছে। গত সোমবার রাতে গুজাখাইর বাজারে এই সভা অনুস্টিত হয়। প্রতিবাদ সভায় বক্তরা বলেন, সদর ইউনিয়নের কানাইপুর গ্রামের পাত্তা মিয়ার পুত্র মিশুক চালক আবিদুর ইসলাম (১৬) নিখোঁজের ৩ দিন পর গলা কাটা লাশ শরিষ পুর গ্রামের মরা কুশিয়ারা নদী থেকে বিবস্ত্র অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ আবিদুরের হত্যাকান্ডের তদন্ত করতে গিয়ে ওই এলাকার গ্রাম্য পুলিশ গ্রীরেন্দ সরকার ছাও কে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করে। পুলিশের জিজ্ঞাসাবাদের সময় গ্রীরেন্দ্র সরকার তার গ্রাম্য বিরোধের জের ধরে আবিদুর হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ করে সরিষপুর গ্রামের মৃত দরছ মিয়ার পুত্র ইয়াছিন আলী, মৃত আঃ মুছাবির এর পুত্র জালাল উদ্দিন আবিদুর হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহ প্রকাশ করে। পুলিশ আবিদুরের লাশ ওই ব্যাক্তির বাড়ীর পাশে উদ্ধার করার কারনে তাদের সন্দেহ মূলক আটক করে অমানুষিক নির্যাতন করার অভিযোগ করেন ওই ব্যক্তি। পরে তাদের চিকিৎসা করে কোর্টে প্রেরন করে। আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। ৩ মাস কারাভোগের পর তারা জামিনে এলাকায় আসে। এলাকায় এসে তারা তাদের গ্রাম সরিষপুর গ্রামের মুরুব্বি দের সাথে আলাপ করে তাদের নির্যাতনের বর্ণনা করে। গ্রামের লোকজন তাদের নির্যাতনের কথা শুনে তাদের পার্শ্ববর্তী গ্রাম গুজাখাইড়, বেতাপুরের গ্রাম বাসীসহ প্রতিবাদ সভায় মিলিত হন। সভায় বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, মোতাব্বির হোসেন, আব্দুল মালিক, নুরুল আমিন,মেম্বার আবু ইউসুফ, সাবেক মেম্বার জিল্লুর নুরসহ এলাকার মুরব্বী যুবকসহ ৩ গ্রাম প্রায় ৩ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সভায় গ্রাম পুলিশ গ্রীরেন্দ্র সরকার ও মিশুক যাত্রী সুরদেবকে গ্রামবাসী খবর দিয়ে নিয়ে আসলে কিভাবে ইয়াছিন আলী, জালাল উদ্দিন নাম শিশুক চালক আবিদুর রহমান হত্যাকান্ডে জড়িত করা হয় তার বর্ণনা দেন। গ্রাম পুলিশ গ্রীরেন্দ্র সরকার জানান তিনি পুলিশের চাপ প্রয়োগ করার কারনে তার সাথে পর্ব বিরোধ থাকার কারনে জালালও ইয়াছিনীর নাম তিনি বলেন। গ্রামবাসী আবিদুর হত্যাকান্ডে জড়িতদের বিরোদ্ধে আইন নিন ব্যবস্থা গ্রহন করবে আর ওই হত্যাকান্ডে যদি তাদের এলাকার জালাল আর ইয়াছিন জড়িত না থাকে তাহলে তাদের ওই মামলা থেকে অব্যহতি প্রদান করার প্রতি জোর দাবি জানান।