Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শিক্ষকদেরকে অবশ্যই শিক্ষার্থীদের হক আদায় করতে হবে

স্টাফ রিপোর্টার ॥ ৩৬০ আউলিয়া স্মৃতি পরিষদ দ্বারা পরিচালিত হযরত শাহজালাল লতিফিয়া ক্যাডেট মাদ্রাসার শুভানুধ্যায়িদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকাল ২টায় মাদ্রাসা জামে মসজিদ প্রাঙ্গণে সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আনছার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা মাহফুজুর রহমানের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংবর্ধিত ব্যক্তিত্ব ৩৬০ আউলিয়া স্মৃতি পরিদের অন্যতম সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আলী ছালিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির অর্থ সম্পাদক মোঃ আব্দুল কদ্দুছ, সংবর্ধিত ব্যক্তি যুক্তরাজ্য প্রবাসী সরদার আফজল মিয়া, সৌদি আরব প্রবাসী মোঃ আকলু মিয়া। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা তৌহিদুল ইসলাম, ফরিদ আহমদ, হাফেজ শাহজাহান, আরাফাত হোসেন, মাঈন উদ্দিনসহ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী ছালিক বলেন, মাদ্রাসা সমূহে দ্বীনি শিক্ষার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলা হয়। যা একটি সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন মাদ্রাসাগুলোতেও বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিক ও তথ্যপ্রযুক্তির সমন্বয় ঘটেছে। যার ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা আরবী শিক্ষার সাথে সাথে জ্ঞান বিজ্ঞানেও দক্ষতা অর্জন করতে সক্ষম হচ্ছে। উক্ত মাদ্রাসার উন্নয়নে সর্বাত্বক সহযোগীতার অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরোও বলেন মাদ্রাসার শিক্ষকদেরকে অবশ্যই শিক্ষার্থীদের হক আদায় করতে হবে। উল্লেখ্য, তিনি ইতোপূর্বে উক্ত মাদ্রাসায় দু’টি শ্রেণি কক্ষ নির্মাণ করে দিয়েছেন। অনুষ্ঠান শেষে সংবর্ধিত ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।