Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে বুদ্ধিজীবী দিবস পালন

স্টাফ রিপোর্টার ॥ ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। তাই এদিনকে শহিদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। দিবসটি উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসন শোক র‌্যালি আয়োজন করে। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন দপ্তর প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারবর্গ, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। দুর্জয় হবিগঞ্জ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন অতিথিবৃন্দ। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।