Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ৮ বিদ্রোহীসহ ৬৩০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট থেকে ॥ ৫ জানুয়ারী ৫ম ধাপে চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার। নির্ধারিত রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা উৎসব মূখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন। ইতিমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থী মনোনীত করেছেন। তার মধ্যে বিদ্রোহী হিসেবে ৮ জন প্রার্থী ও ৩২ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এছাড়া সাধারণ সদস্য (মেম্বার) ৪১৯ জন এবং সংরক্ষিত (মহিলা মেম্বার) ১৬১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদিকে বিএনপি এই নির্বাচনে দলীয় প্রতীকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলেও অনেক বিএনপি নেতা নিজ নিজ উদ্যোগে ভিন্ন ভিন্ন প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিপুলসংখ্যক স্বতন্ত্র প্রার্থী সহ ৬৩০ জন মনোনয়নপত্র জমা দেন বলে জানান উপজেলা নির্বাচন অফিসার।
১নং গাজীপুর ইউনিয়নে নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যন হুমায়ূন কবির খান, বিদ্রোহী হিসেবে মাওলানা তাজুল ইসলাম, বিএনপি সমর্থিত প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ আলী, আমীর আলী মেম্বার, জামায়াত সমর্থিত মোঃ খলিলুর রহমান।
২নং আহম্মদাবাদ ইউনিয়নে নৌকা মনোনীত বর্তমান চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, বিদ্রোহী হিসেবে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম আনোয়ার আলী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান আঃ লতিব, জাকির হোসেন পলাশ, লিটন মিয়া, মোঃ শামসুল আলম ফুল মিয়া, বেলায়েত আলী রুপক ও চা বাগানের যুবরাজ ঝরা।
৩নং দেওরগাছ ইউনিয়নে নৌকার মনোনীত বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার, বিদ্রোহী হিসেবে মুহিতুর রহমান, বিএনপি সমর্থিত সৈয়দ আবু নাইম হালিম, ইব্রাহিম কবির ও ইসলামী আন্দোলনের কদ্দুছ মিয়া।
৪নং পাইকপাড়া ইউনিয়নে নৌকা মনোনীত সাবেক চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্টার, বিদ্রোহী হিসেবে বর্তমান চেয়ারম্যান শামছুজ্জামান শামীম, বিএনপি সমর্থিত মোঃ জসিম মিয়া, শাহীন মিয়া, এস এম জহিরুল ইসলাম ও মোঃ সোহেল মিয়া।
৫নং শানখলা ইউনিয়নে নৌকা মনোনীত বর্তমান চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ, বিদ্রোহী প্রার্থী আবুল কালাম এখলাছ চৌধুরী, জামায়াত সমর্থিত মোঃ নজরুল ইসলাম, বিএনপি সমর্থিত মোঃ জমরুত মিয়া।
৬নং চুনারুঘাট সদর ইউনিয়নে নৌকা মনোনীত জেলা আ’লীগের সহ সভাপতি এডঃ কুতুব উদ্দিন, স্বতন্ত্র হিসেবে মাহবুবুর রহমান চৌধুরী নোমান, বর্তমান চেয়ারম্যান কাউসার আহমেদ, ফারুক আহমেদ চৌধুরী ও আব্দুর রউফ পাশা।
৭নং উবাহাটা ইউনিয়নে নৌকা মনোনীত বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো: রজব আলী, বিএনপি সমর্থিত এজাজ ঠাকুর চৌধুরী, স্বতন্ত্র রিপন চন্দ্র চন্দ ও মীর ফজলুর রহমান।
৮নং সাটিয়াজুরী ইউনিয়নে নৌকা মনোনীত আব্দালুর রহমান, বিদ্রোহী হিসেবে বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ মাষ্টার ও বিএনপি সমর্থিত এডঃ সরকার মোঃ শহীদ।
৯নং রানীগাও ইউনিয়নে নৌকা মনোনীত মোস্তাফিজুর রহমান রিপন, বিদ্রোহী হিসেবে আনিসুর রহমান ও বিএনপি সমর্থিত আবু সালেহ মোঃ শফিকুর রহমান, জাতীয় পার্টির এডঃ হুমায়ূন কবির।
১০নং মিরাশী ইউনিযনে নৌকা মনোনীত মানিক সরকার, স্বতন্ত্র হিসেবে সাবেক চেয়ারম্যান আইয়ূব আলী মাষ্টার, বর্তমান চেয়ারম্যান রমিজ আলী ও বিএনপি সমর্থিত আব্দুল মন্নাফ মনোনয়ন পত্র দাখিল করেন।
এছাড়া ১০টি ইউনিয়নের ৩০টি সংরক্ষিত আসনে ১৬১ জন এবং সাধারণ ৯০টি ওয়ার্ডে ৪১৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। আগামী ১২ ডিসেম্বর এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা দ্বিপক কুমার রায়।