Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে আমন সংগ্রহের উদ্বোধন অ্যাপের মাধ্যমে কৃষক নির্বাচন

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ের আমন সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ খবির উদ্দিন’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, ছামির আলী অটো রাইস মিলের স্বত্ত্বাধিকারী মোঃ ছামির আলী, কৃষকলীগের সাধারণ সম্পাদক সামছুল হক সেবুল, যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী (রিপন) প্রমুখ। এতে উপস্থিত ছিলেন, বানিয়াচং খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার তালুকদার, খাদ্য পরিদর্শক আল আমিনুল ভূইয়া। এ বছর প্রথম বারের মতো বানিয়াচংয়ে কৃষক অ্যাপের মাধ্যমে স্বয়ক্রিয়ভাবে কৃষক নিবন্ধন, ধান বিক্রির আবেদন, নিবন্ধিত তালিকা থেকে লটারী সব কিছুই সম্পন্ন হয়েছে। বানিয়াচংয়ে এ বছর আমন ধান ও সিদ্ধ চালের বরাদ্দ পাওয়া গেছে যথাক্রমে ৩শ ৮১ মেট্রিক টন ও ৫শ ৬২ মেট্রিক টন। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ খবির উদ্দিন’র সাথে আলাপকালে তিনি জানান, বানিয়াচংয়ে প্রথমবারের মতো অ্যাপের মাধ্যমে কৃষক নির্বাচন হওয়ায় আমরা প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করতে পারব। এতে করে কৃষকদের প্রতারিত হওয়ার কোন সুযোগ থাকবে না। ধান সংগ্রহ অভিযানে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।