Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সুস্থ মানুষকে অসুস্থ দেখিয়ে ভুয়া এক্স-রে রিপোর্ট তৈরি ॥ বিভিন্ন দফতরে অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের একটি প্রাইভেট হাসপাতালে সুস্থ মানুষকে অসুস্থ দেখিয়ে আবারও ভুয়া এক্স-র রিপোর্ট তৈরি করে আদালতে মামলা করেছে এক প্রতারক। এ বিষয়ে প্রতিকার চেয়ে ব্যবস্থা নেয়ার জন্য হবিগঞ্জ জজকোর্টের সিনিয়র আইনজীবি মোঃ আবু সাঈদ অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র হবিগঞ্জ শহরের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার থেকে মোটা অংকের টাকার বিনিময়ে ভুয়া এক্স-র ও ইনজুরি দেখিয়ে রিপোর্ট সংগ্রহ করে। পরে আদালতে মামলা করে সাধারণ মানুষকে হয়রানিসহ প্রতারণা করে আসছে। ইতোমধ্যেও আদালতের নির্দেশে হবিগঞ্জ শহরের ইউনাইটেড জেনারেল শিশু হাসপাতালের দুই প্রতারক ও জালিয়াত চক্রের সদস্যকে আটক করা হয়েছে। তবে এখনও অনেক প্রতারক ধরাছোয়ার বাইরে রয়ে গেছে। চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের মৃত করিম হোসেনের পুত্র আব্দুল মন্নান সুস্থ হয়েও গত ৩ অক্টোবর ভূয়া ইনজুরি দেখিয়ে বেবিষ্ট্যান্ড এলাকার একটি প্রাইভেট হাসপাতালের কতিপয় টেকনিশিয়ান ও ডাক্তারের যোগসাজশে রিপোর্ট সংগ্রহ করেন। যার ভূয়া এক্স-রে ফিলিম আইডি নং-৭৩৭৩৫৬৮। আদালতে হাড়ভাঙ্গা গুরুতর জখম দিয়ে মামলা করেন। কিন্তু তিনি সুস্থ ছিলেন। বিষয়টি আদালতের নজরে এলে এগুলো নিয়ে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়। ওই আইনজীবি জানান, হবিগঞ্জে এরকম যদি ভূয়া ইনজুরি সার্টিফিকের্ট তৈরি করে মামলা করা হয় তাহলে নিরপরাধ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন এবং জাল ডকুমেন্টের বিরুদ্ধে মামলাবাজরা নিরীহ মানুষকে হয়রানি করতে উৎসাহী হবে। তিনি নিজেই অভিযোগকারী হয়ে এসব ভুয়া চক্র ও হাসপাতালের বিরুদ্ধে সিভিল সার্জন, ওসিসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেন।