Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজ আজমিরীগঞ্জ মুক্ত দিবস

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজ ৮ ডিসেম্বর আজমিরীগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্ত হয়েছিল তৎকালীন ভাটি বাংলার রাজধানী খ্যাত হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানা। মুক্তিযোদ্ধের বিরত্বগাথা দিনগুলোর মধ্যে একটি দিন হল আজমিরীগঞ্জ মুক্ত দিবস। সেদিন পূর্বাকাশে সূর্যদয়ের সাথে সাথেই মেঘনা রিভার ফোর্সের কোম্পানী কমান্ডার, ভারতের ঢালু ক্যাম্পের ১১নং সেক্টরের ট্রেনিং ইনচার্জ মরহুম ফজলুর রহমান চৌধুরীর নেতৃত্বে ৭ ঘন্টা সম্মুখযুদ্ধ শেষে পাকসেনা, রাজাকার, আলবদরদের হটিয়ে মুক্ত করেন আজমিরীগঞ্জ উপজেলা। যুদ্ধের পর আজমিরীগঞ্জ উপজেলা সদরে পাকসেনা, পুলিশ, আলবদর-রাজাকারদের বিতারিত করে বীরযোদ্ধাদের মুহুমুহু গুলি ও জয় বাংলা শ্লোগানের মাধ্যমে বীরদর্পে এগিয়ে আসে কয়েক হাজার মুক্তিকামী জনতা। ফুলের মালা গলায় দিয়ে বরন করে যুদ্ধকালীন কমান্ডার মোঃ ফজলুর রহমান চৌধুরীর নেতৃত্বাধিন বীরমুক্তিযোদ্ধাদের। এ সময় ১৯৭২ খ্রি: আজরিমীগঞ্জ থানার প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান চৌধুরীর নেতৃত্বে ঐতিহাসিক গরুরহাট ময়দান ও থানা কম্পাউডে উত্তোলন করা হয় কাংখিত সেই বাংলাদেশের লাল সবুজের রক্তিম পতাকা। এ সময় এফ আর চৌধুরীর শতাধিক সহযোদ্ধাগনের মধ্যে ছিলেন তৈয়বুর রহমান খান বাচ্চু, বৃটিশ সেনাবাহিনী সদস্য নুর ইসলাম মুন্সি, নেত্রকোনার সারফান আলী, আব্দুর রাজ্জাক মিয়া, আক্কাছ মিয়া, মর্তুজ আলী, আক্কেল আলী, আব্দুস সোবহান, সালাহউদ্দিন মিয়া প্রমুখ। এ সময় দাশ পার্টির যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মতিউর রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইলিয়াছ চৌধুরী, রাশেদুল হাসান চৌধুরী, আব্দুর রশিদ, বানিয়াচঙ্গের মোহাম্মদ আলী মমিন এসে মেঘনা রিভার ফোর্সের সাথে বিজয় উল্লাসে মিলিত হন। পরে হাজারো জনতার আনন্দে উদ্বেলিত ভালবাসায় শিক্ত হয়ে মেঘনা রিভার ফোর্স কমান্ডার মোঃ ফজলুর রহমান চৌধুরী আবেগ জড়িত বজ্রকন্ঠে স্বাধীনতা পাওয়া এবং চাওয়ার উদ্দেশ্য বর্ণনা করেন। শুধু আজমিরীগঞ্জ থানাই নয় ফজলুর রহমান চৌধুরীর কমান্ডে ও বলিষ্ট নেতৃত্বে পাকহানাদার আলবদর রাজাকারদের হঠিয়ে হবিগঞ্জ জেলার পাশ্ববর্তী ইটনা, অষ্টগ্রাম, নিকলি নেত্রকোণা জেলার তৎকালিন কমলাকান্দা, সুনামগঞ্জের বিশম্ভরপুরসহ বেশ কয়েকটি থানা সম্মুখ সমরে জীবন বাজি রেখে যুদ্ধ করে মুক্ত করেন এবং শত সহ¯্র রাজাকার, আলবদর, পাকসেনা, পুলিশ মিলিশিয়া বাহিনী আত্মসমর্পন করেন।