Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে অনুসন্ধানী সাংবাদিকতা বর্তমান বাস্তবতা ও করণীয় বিষয় মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুসন্ধানী সাংবাদিকতা বর্তমান বাস্তবতা ও করণীয় বিষয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়স্থ প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ এস এম মহসিন চৌধুরী। সাধারণ সম্পাদক চৌধুরী মিজবাহ-উল-বারী লিটনে সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবদুর রব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, কবি তাহমিনা বেগম গিনি, নাসিব হবিগঞ্জের সভাপতি রোটারিয়ান শফিকুল বারী আউয়াাল, হবিগঞ্জ প্রেসকাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান। বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সুজনের সহ-সভাপতি ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রকিব, এনজিও সংস্থা এসেডের প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী, জনতার দলিল সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সুজন বাহুবল উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক শামছুদ্দিন আহমেদ, বিটিভি হবিগঞ্জ প্রতিনিধি আলমগীর খান, এটিএন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিম, সময় টিভির হবিগঞ্জ প্রতিনিধি রাশেদ আহমদ খান, আজকের পত্রিকার শায়েস্তাগঞ্জ প্রতিনিধি জালাল উদ্দীন রুমি, যমুনা টিভির হবিগঞ্জ প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, একাত্তর টিভি হবিগঞ্জ প্রতিনিধি শাকিল চৌধুরী, সুজন হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মীর দুলাল, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, এশিয়ান টিভির হবিগঞ্জ প্রতিনিধি এসএম সুরুজ আলী।
মতবিনিময় সভায় হবিগঞ্জের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।