Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে সাপের কামড়ে মারা গেলেন এক ব্যক্তি

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় নিজের কাছে রাখা সাপের কামড়ে বিষ্ণু ঝরা (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় মৃত্যু বরণ করে বলে তার পরিবার জানিয়েছে। উপজেলার ২নং আহম্মাদাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুমদু মিয়া লেক এলাকায় উক্ত ঘটনা ঘটে। স্থানীয় ওয়ার্ড মেম্বার নটবর রুদ্র পালের জানান, মৃত বিষ্ণু ঝরা (৪৫) উক্ত এলাকার বুধুয়া ঝরার ছেলে। নালুয়া চা বাগানে দুমদু মিয়া টিলা এলাকায় তারা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। গতকাল নিহত বিষ্ণু ঝরা (৪৫) তার স্ত্রী বাসন্তী কে নিয়ে বাজার যাচ্ছিলেন। পথিমধ্যে মাতাল অবস্থায় বিষ্ণু ঝরা একটি সাপ দেখে ঝাঁপিয়ে ধরে নেন। স্ত্রী বাসন্তী বাধা দেয়া সত্ত্বেও বিষ্ণু ঝরা (৪৫) সাপটি ধরে নিয়ে বাসায় যান। রাতে সাপটি কোন এক সময়ে তাকে কামড়িয়ে দেয়। সাপের কামড়ে মারা যাবে বলে তার স্ত্রী রশি দিয়ে বেঁধে দিতে চাইলে বিষ্ণু ঝরা (৪৫) বাঁধতে দেননি। পরে সবাই রাতে প্রতিদিনের মত ঘুমিয়ে যায়। ভোর ৫টার দিকে বিষ্ণু ঝরাকে (৪৫) ঘুম থেকে উঠতে না দেখে স্ত্রী বাসন্তী হাত দিয়ে ডাকে। তখন দেখতে পায় শরীর নিথর ও ঠান্ডা হয়ে রয়েছে। পরবর্তীতে আশেপাশের লোকজন ডেকে নিশ্চিত হয় বিষ্ণু ঝরা মারা গেছে। মৃত্যুকালে বিষ্ণু ঝরার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। থানায় খবর দিলে অফিসার ইনচার্জ আলী আশরাফ এর নির্দেশনায় একটি পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে পরিদর্শক এস আই নজরুল ইসলামের সাথে কথা বললে তিনি বিষয়টি নিশ্চিত করেন।