Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাট ও মাধবপুর উপজেলার ২১টি ইউনিয়ন নির্বাচন ৫ জানুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট ও মাধবপুর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার ২৭ নভেম্বর বৈঠক শেষে কমিশন সচিব হুমায়ন কবীর খন্দকার শনিবার নির্বাচনের এ তফসিল ঘোষনা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৭ ডিসেম্বর, মনোয়ন পত্র বাছাইয়ের তারিখ ৯ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর। ভোট গ্রহণ করা হবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
ইইদকে মাধবপুর থেকে মহিউদ্দিন রিফাত জানান, মাধবপুরে ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন ৫ জানুয়ারী। গতকাল তফসিল ঘোষনার পর থেকেই উপজেলার সর্বত্র নির্বাচনী হাওয়া জোরে-শোরে বইতে শুরু করেছে। বিশেষ করে সরকারি দল আওয়ামীলীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীগণ দলীয় প্রতীক নৌকা পেতে মরিয়া হয়ে উঠেছে। বিএনপি দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহন না করলেও বিএনপি সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করার ইচ্ছা পোষন করে মাঠ চষে বেড়াচ্ছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলাম জানান-৫ম দাফে হবিগঞ্জ জেলার মধ্যে একমাত্র মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়নে ভোট গ্রহন করা হবে ইভিএম পদ্ধতিত্বে। এবং নির্বাচন অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ করতে কমিশনের পক্ষ থেকে সকল ব্যবস্থাই গ্রহন করা হবে।