Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ ইউনিয়ন নির্বাচনী হালচাল-১২ ॥ কালিয়ারভাঙ্গা ইউনিয়নে লড়াই হবে ত্রিমুখী

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ আগামী ২৮ই নভেম্বর নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। তন্মধ্যে কালিয়ারভাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন প্রার্থী। নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম সিদ্দিকী (ঘোড়া), আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফরহাদ আহমেদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হক চৌধুরী (আনারস), স্বতন্ত্র প্রার্থী হাজী আজিজ আহমেদ (চশমা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ হাফিজুর রহমান চৌধুরী (লাঙ্গল) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়ছেন। এখানে ৩ জন চেয়ারম্যান প্রার্থীর লড়াই হবে হাড্ডাহাড্ডি। এ ইউনিয়নে মোট ভোটার হচ্ছেন ১৫ হাজার ৩১৫ জন। তন্মধ্যে পুরুষ ৭ হাজার ৬১৯ জন ও মহিলা ৭ হাজার ৬৯৬ জন। ইতিমধ্যে প্রার্থীদের প্রচারনায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী এলাকা। মাইকিং পোষ্টার লিফলেট চেয়ে গেছে নির্বাচর্নী এলাকার হাট বাজার। প্রত্যেক প্রার্থী এখন ব্যস্ত সময় কাটাছেন। প্রচারণায় ৫ জনই সমানে সমান। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই পাল্টে যাচ্ছে ভোটের হিসাব নিকাশ। স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম সিদ্দিকী ঘোড়া স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হক চৌধুরী আনারস শক্ত অবস্থানে ভোটের লড়াই বেশ জমে উঠেছে। তবে কোন অংশে কম নয় বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী আজিজ আহমেদ (চশমা) আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফরহাদ আহমেদও। তবে মুল লড়াই ৪ জন প্রার্থীই সমান সমান কেউ কারো থেকে কোন অংশে কম নয়। আওয়ামীলীগ দলীয় ৩ হেভিওয়েট প্রার্থীর বিপরিতে বিএনপির একক প্রার্থী আজিজ আহমেদ। বিএনপির দলীয় নেতাকর্মী একযোগে হাজী আজিজ আহমেদ এর (চশমা) প্রতিকে ভোট প্রয়োগ করলে আজিজ আহমদ বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। সাধারন ভোটার মনে করছেন ভোটে শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম সিদ্দিকী ঘোড়া, স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হক চৌধুরী আনারসের লড়াই হবে। প্রার্থীদের অব্যাহত প্রচারণায় দিন দিন বদলে যাচ্ছে ভোটের সমীকরন। গ্রাম,পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা ভোর হতে মধ্যরাত পর্যন্ত। এর মধ্যে এখন পর্যন্ত প্রচারণায় এবং জনমতে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম সিদ্দিকী ঘোড়া। তার সাথে তুমুল লড়াই হবে আওয়ামীলীগের বিদ্রার্হী স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হক চৌধুরী আনারস ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা হাজী আজিজ আহমেদ (চশমা) ভোটারদের সাথে আলাপ করে এমন তথ্য পাওয়া যায়। অবাধ সুষ্টু ও নিরপে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করছেন ভোটাররা। ৩ জনের লড়াই ইতি মধ্যেই জমে উঠেছে। সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা যায়, এ ইউনিয়নে প্রতিদ্বন্দ্ব ৫ জনই নিরসভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। ফলে ৩ জন রয়েছেন আলোচনার কেন্দ্র বিন্দুতে। ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে উৎসব আমেজে ভোট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভোটারা। আগামীকাল থাকছে নির্বাচনী হালচাল পানিউমদা ইউনিয়ন নিয়ে শেষ পর্ব।